UGC Net 2022 Exam Date: নেট (Net) পরীক্ষার দিন ঘোষণা করে দিল বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন, ইউজিসি (UGC)। জুলাই (July) ও অগাস্টে (August) পরীক্ষার দিন নির্ধারিত করা হয়েছে । ২০২১-এ ডিসেম্বর ও ২০২২-এর জুনের পরীক্ষা একসঙ্গে নেওয়া হবে ।
ইউজিসির চেয়ারপার্সন এম জগদেশ কুমার (M Jagadesh Kumar ) টুইট করে জানান, জুলাই মাসের - ৮, ৯, ১১ ও ১২ তারিখে ও অগাস্ট মাসের - ১২, ১৩, ১৪ তারিখে পরীক্ষাগুলি হবে । কবে, কোন পরীক্ষা, সেই বিষয়ে বিস্তারিত জানিয়ে দেওয়া হবে http://nta.ac.in - এ ও https://ugcnet.nta.nic ওয়েবসাইটে ।
অ্যাডমিট কার্ড ডাউনলোড করতে প্রথমেই অফিসিয়াল ওয়েবসাইট www.ugcnet.nta.nic যান । হোম পেজে দেখতে পাবেন ‘UGC NET Admit Card link’ অপশন । সেখানে ক্লিক করুন । তাতে আপনি আপনার নির্দিষ্ট আইডি ও পাসওয়ার্ড দিয়ে লগ ইন করলেই অ্যাডমিট কার্ড পেয়ে যাবেন । সেখান থেকেই অ্যাডমিট কার্ডটি ডাউনলোড করে নেবেন ।
সাধারণত বছরে দু'বার UGC NET পরীক্ষা হয়। কিন্তু করোনাভাইরাস পরিস্থিতিতে ২০২১ সালের ডিসেম্বরের নেট পরীক্ষা হয়নি। বলা হয়, এই পরীক্ষা পরে নেবে কমিশন। তাই এবার ২০২২ সালের জুনের সেশনের পরীক্ষা একসঙ্গে হতে চলেছে ।