জাতীয় শিক্ষানীতিতে ভারতীয় ঐতিহ্য ও সংস্কৃতিকে (Indian Culture) তুলে ধরার বিষয়ে গুরুত্ব দেওয়া হয়েছে । এবার তা পাঠক্রমে কার্যকর করতে নির্দেশিকা জারি করল ইউজিসি (UGC) । নির্দেশিকায় বলা হয়েছে, বিদেশি পড়ুয়াদের আকৃষ্ট করার জন্য কলেজ, বিশ্ববিদ্যালয়গুলিতে সর্বজনীন মানবিক মূল্যবোধ, বৈদিক অঙ্ক (Vedic Math), যোগ, আয়ুর্বেদ (Ayurveda), সংস্কৃত, ভারতীয় ভাষা, সঙ্গীত, শাস্ত্রীয় নৃত্যের মতো বিভিন্ন বিষয়ে পাঠ্যক্রম চালু করতে হবে । দেশের উচ্চশিক্ষা প্রতিষ্ঠানগুলিকে এই নির্দেশিকায় পাঠিয়েছে বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন বা ইউজিসি ।
নির্দেশিকায় আরও বলা হয়েছে, উচ্চশিক্ষা প্রতিষ্ঠানগুলিতে বিভিন্ন শিল্পকে যুক্ত করার কথা বলা হয়েছে । যেমন, সেই তালিকায় রয়েছে টেরাকোটা, মধুবনি, মৃৎশিল্প, বাঁশ-বেতের শিল্প । সেইসব কারুশিল্পীদের উচ্চশিক্ষা প্রতিষ্ঠানের ক্যাম্পাসেই থাকার ব্যবস্থা করতে হবে । সেখানে থেকেই পড়ুয়াদের তালিম দেবেন শিল্পীরা, গবেষণায় সাহায্য করবে ।
ইউজিসি জানিয়েছে, এর মাধ্যমে জাতীয় শিক্ষানীতি অনুযায়ী, ভারতীয় ঐতিহ্য ও সংস্কৃতিকে তুলে ধরা যাবে বিদেশিদের কাছে ।