প্রাথমিক পর্ষদের প্রাক্তন সভাপতি মানিক ভট্টাচার্যের ভূমিকা নিয়ে প্রশ্ন উঠেছে। বর্তমানে নিয়োগ কেলেঙ্কারি মামলায় গ্রেফতার করা হয়েছে মানিক ভট্টাচার্যকে। এবার বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন বা ইউজিসি আদালতে জানাল, মানিক ভট্টাচার্যের নিয়োগ অবৈধ ছিল।
কলকাতা হাইকোর্টে এই নিয়ে একটি মামলা দায়ের করা হয়। এই মামলায় হলফনামা চেয়েছিল আদালত। UGC আদালতে জানিয়েছে, ১৯৯৮ সালে যোগেশ চন্দ্র চৌধুরী ল কলেজের অধ্যক্ষ পদে মানিক ভট্টাচার্যের নিয়োগ বেআইনি ছিল।
বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের এজলাসে ল কলেজের ছাত্ক দানিশ ফারুকি একটি মামলা দায়ের করেন। অধ্যক্ষদের বেআইনি নিয়োগ-সহ নানা অভিযোগে মামলা দায়ের করা হয়। ছুটির পরে ফের এই মামলার শুনানির সম্ভাবনা আছে।