চলন্ত ট্রেনে ২টি বগির কাপলিং খুলে যায়। গতি কম থাকায় বড়সড় দুর্ঘটনা থেকে বাঁচল হাওড়াগামী উলুবেড়িয়া লোকাল (Uluberia Local)। বৃহস্পতিবার ঘটনাটি ঘটেছে আবাদা স্টেশনে। অফিস টাইমে এমন দুর্ঘটনায় আতঙ্কিত নিত্যযাত্রীরা। ঘটনাস্থল পরিদর্শনে এসেছেন রেলের ইঞ্জিনিয়াররাও। রেল সূত্রে খবর, সব যাত্রীই নিরাপদে আছেন।
দক্ষিণ পূর্ব রেল জানিয়েছে, সকাল ৮টা ৮ মিনিটের হাওড়াগামী উলুবেড়িয়া লোকাল নির্দিষ্ট সময়ই স্টেশন থেকে ছাড়ে। আবাদা স্টেশনে পৌঁছনোর পরই ট্রেনটির সাত ও আট নম্বর কাপলিং খুলে যায়। প্রচন্ড ঝাঁকুনি দিয়ে থমকে যায় ট্রেন। আতঙ্কিত হয়ে পড়েন ট্রেনের যাত্রীরা। ট্রেনের স্পিড কম ছিল, তাই বড় দুর্ঘটনা এড়ানো গিয়েছে বলে মনে করছেন চালকরা।
আরও পড়ুন: দেশে নতুন করে কোভিডে আক্রান্ত ১৮,৯৩০ জন, গত ২৪ ঘণ্টায় মৃত্যু ৩৫ জনের
এরপরই রেল কর্তৃপক্ষ উদ্ধারকাজ শুরু করে। আবাদা স্টেশনে সব যাত্রীকে নামানো বয়। তাদের বিকল্প ট্রেনেরও ব্যবস্থা করে দেয় রেল। কী কারণে লোকাল ট্রেনের কাপলিং খুলে গেল, তা খতিয়ে দেখছেন রেলের ইঞ্জিনিয়াররা।
প্রসঙ্গত, গত রবিবার দক্ষিণ পূর্ব শাখার সাঁকরাইলে পণ্যবাহী এক্সপ্রেস ট্রেনের তিনটি বগি লাইনচ্যুত হয়ে যায়। যার জেরে আপ, ডাউন ও মিডল, তিনটি লাইনেই ট্রেন চলাচল বন্ধ হয়ে যায়।