একটা ভাইরাল ভিডিয়ো (Viral Video) জীবন পুরো পাল্টে দিয়েছিল। উচ্চমাধ্যমিকে ইংরেজিতে পাশের দাবিতে আন্দোলনে নেমেছিল রাজ্যের ছাত্রছাত্রীরা। আন্দোলনকারী ছাত্রীদের Umbrella বানান জিজ্ঞাসা করা হয়। নদিয়ার উচ্চমাধ্যমিক পরীক্ষার্থী সুদীপ্তা বিশ্বাস (Sudipta Biswas) সেই শব্দের ভুল বানান বলেন। সেই ভিডিয়ো ঝড়ের মতো ছড়িয়ে পড়ে সোশ্যাল মিডিয়ায়। সেই সুদীপ্তা ফের জীবনের স্বাভাবিক ছন্দে ফিরছেন। আপাতত রাষ্ট্রবিজ্ঞানে অনার্স নিয়ে ভর্তি হয়েছেন কলেজে।
নদিয়ার বীরনগর শিবকালী গার্লস স্কুলের ছাত্রী সুদীপ্তা বিশ্বাস। উচ্চমাধ্যমিকের ফল প্রকাশের পর দেখা যায়, তিনি ইংরেজিতে অনুত্তীর্ণ। এরপরই তা নিয়ে স্কুলের সামনে বিক্ষোভ শুরু করেন একদল ছাত্রী। তাঁদের দাবি ছিল, রাষ্ট্রবিজ্ঞানে লেটার পেয়েও ইংরেজিতে ফেল, কোনও ভাবেই মানতে পারছেন না। সেখানেই তাঁকে আমব্রেলা বানান জানতে চেয়ে প্রশ্ন করেন এক সাংবাদিক। ওই ভিডিয়োতে ভুল বানান বলায়, জীবন পাল্টে যায় সুদীপ্তার। আত্মীয়-স্বজন, পরিবার, প্রতিবেশী, সবার কাছে হেনস্থার শিকার হতে হয়। সুদীপ্তার বাবা জানান, তাঁর মেয়ে অপমানে আত্মহত্যা পর্যন্ত করতে গিয়েছিল।
আরও পড়ুন: রবিবার দক্ষিণবঙ্গে ভ্যাপসা গরম, বিকেলের দিকে বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা
সময় পাল্টেছে। উচ্চমাধ্যমিকের রিভিউতে পাশমার্ক এসেছে সুদীপ্তার। ইংরাজিতে তাঁর প্রাপ্ত নম্বর ৪৪। পাশ করার পর রাণাঘাট কলেজে রাষ্ট্রবিজ্ঞানে অনার্স নিয়ে ভর্তি হয়েছেন সুদীপ্তা। তাই খুশির হাওয়া পরিবারে। সুদীপ্তার বাবা সুকুমার বিশ্বাস জানিয়েছেন, মেয়ে কলেজে ভর্তি হয়ে গিয়েছে। ক্লাস শুরু হয়নি। ভবিষ্যতে কোন পথে যেতে চায়, তা একান্ত ওরই সিদ্ধান্ত। ওর পাশেই থাকবে পরিবার। তবে পরিবারের আক্ষেপ একটাই, ওই সময় তাঁকে যারা হেনস্থা করেছিল, ওর সাফল্যের পর তাদের আর খুঁজে পাওয়া যাচ্ছে না।