শিক্ষা ক্ষেত্রে দুর্নীতির অভিযোগে যখন বিদ্ধ রাজ্যসরকার, তখনই চিঠি এলো UNESCO-এর তরফে। চিঠি দিয়ে নবান্নকে জানানো হয়েছে রাজ্যের শিক্ষা ব্যবস্থার সঙ্গে যুক্ত হতে চায় ইউনেস্কোর ইন্সটিটিউট ফর লাইফ টাইম লার্নিং। এই প্রস্তাবে সম্মতি দিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ও। ইতিমধ্যেই নবান্নকে পদক্ষেপ গ্রহণ করার নির্দেশ দিয়েছেন মুখ্যমন্ত্রী। চলতি সপ্তাহেই হতে পারে বৈঠক।
Anubrata Mondal ED Custody: বুধবার অনুব্রতকে দফায় দফায় জেরা, মাঝে স্বাস্থ্যপরীক্ষাও হয় তৃণমূল নেতার
ইউনেস্কোর এই টিম দেশে বিদেশে শিক্ষা প্রসারের কাজ করে। এই বিশ্বমানের সংস্থা এবার জুড়তে চাইছে বাংলার শিক্ষা ব্যবস্থার সঙ্গে। পাশাপাশি বাংলার বুনিয়াদি শিক্ষা ব্যবস্থা নিয়েও তাদের পরিকল্পনা রয়েছে বলে খবর।