সবকিছু ঠিক থাকলে বাংলা নববর্ষের আগে বঙ্গ সফরে আসতে পারেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। রাজ্যে বিজেপি সূত্রে এই দাবি করা হয়েছে। ওই সূত্রেই দাবি করা হয়েছে, এই সফরে বীরভূমের সিউড়িতে জনসভা করতে পারেন তিনি। একইসঙ্গে পঞ্চায়েত নির্বাচনের আগে কৌশল ঠিক করতে রাজ্য বিজেপির নেতাদের সঙ্গেও বৈঠকে বসবেন তিনি। রাজ্য বিজেপি সূত্রে খবর, নববর্ষের দিনেই দিল্লি ফিরে যাবেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী।
গরুপাচার তদন্ত মামলায় গ্রেফতার হয়েছেন বীরভূমের তৃণমূল জেলা সভাপতি অনুব্রত মণ্ডল। চৈত্র সংক্রান্তির দিন তাঁর জেলাতেই সভা করতে পারেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী। রাজ্য বিজেপি সূত্রে খবর, দুপুরে সভা করে বিকেলেই কলকাতা ফিরবেন তিনি। সন্ধ্যায় কলকাতায় বসতে পারেন রাজ্য বিজেপির নেতাদের নিয়ে।
শনিবার অর্থাৎ পয়লা বৈশাখের দিন দক্ষিণেশ্বরে পুজো দিয়েই হয়তো দিল্লি ফিরে যাবেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী। যদিও অমিত শাহের বঙ্গসফর নিয়ে দিল্লির বিজেপি নেতারা কোনও কিছুই জানাননি।