পঞ্চায়েত ভোটের(Panchayet Election 2023) আগে আবাস দুর্নীতিতে নাম জড়ালো কোচবিহারের বিজেপি সাংসদ(BJP MP) তথা কেন্দ্রীয় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী নিশীথ প্রামাণিকের(Nisith Pramanik)। আবাস যোজনা প্রকল্পের(PM Awas Yojana) ঘরের তালিকায় কেন্দ্রীয় মন্ত্রীর বাবার নাম থাকার অভিযোগ তুলেছে তৃণমূল(TMC on Nisith Pramanik)। যদিও এই ঘটনায় ষড়যন্ত্রের তত্ত্ব খাড়া করেছেন নিশীথ প্রামাণিক।
তৃণমূল সূত্রে খবর, আবাস যোজনায় ঘর প্রাপকদের তালিকায় নিশীথের(Nisith Pramanik) বাবা বিধুভূষণ প্রামাণিকের নাম রয়েছে। তবে বিজেপির অভিযোগ, আবাস যোজনায় বাড়ির তালিকা প্রস্তুতের সময় নিশীথ প্রামাণিক ছিলেন ঘাসফুল শিবিরে(TMC on BJP)। সেই সময় পঞ্চায়েতও ছিল তৃণমূলের। বিজেপি জেলা সভাপতির(BJP Cooch Behar District) অভিযোগ, ইচ্ছাকৃতভাবে বিজেপিকে বদনাম করতেই এই কাজ করেছে তৃণমূল।
আরও পড়ুন- DY Cahndrachud: ভিনজাতে বিয়ে করলে এখনও প্রাণ যায় ভারতে, দেশ বাড়তে থাকা এই প্রবণতায় উদ্বিগ্ন বিচারপতি
উল্লেখ্য, ২০১৮ সালে কোচবিহারের দিনহাটায় দাপুটে নেতা ছিলেন নিশীথ(Nisith Pramanik)। স্থানীয় নেতৃত্বের সঙ্গে বিবাদের জেরে পঞ্চায়েত ভোটে একাধিক নির্দল প্রার্থীকে খাড়া করে তৃণমূলকে(BJP-TMC Clash) হারিয়ে দেন নিশীথ। এরপর আদি-নব্য সংঘর্ষে উত্তপ্ত হয়ে ওঠে কোচবিহার। পরবর্তীতে ২০১৯ সালে নিশীথকে(Nisith Pramanik on TMC) বহিষ্কার করে তৃণমূল।