জোকায় ১৮ বছর বয়সী এক তরুণীর অস্বাভাবিক মৃত্যু। প্রাথমিক অনুমাণ ওই তরুণী আত্মহত্যা করেছেন। তাঁর ঘর থেকে একটি সুইসাইড নোট উদ্ধার করেছে পুলিশ। ঘটনার তদন্ত শুরু হয়েছে। ঠাকুরপুকুর থানা এলাকার একটি আবাসনে থাকতেন তিনি।
কীভাবে আত্মহত্যা?
জানা গিয়েছে, শনিবার ভোর ৫টা নাগাদ আবাসনের নীচ থেকে মৃতদেহ উদ্ধার করে পুলিশ। তিনি ওই আবাসনের ১১ তলায় থাকতেন। সেখান থেকে পাওয়া সুইসাইড নোট অনুযায়ী ঝাঁপ দিয়ে আত্মহত্যা করেছেন বলে ধারণা পুলিশের।
প্রথমে আবাসনের বাসিন্দারা দেহটি পড়ে থাকতে দেখেন। তাঁরা পুলিশে খবর দেন। পুলিশ ঘটনাস্থলে পৌঁছে বিদ্যাসাগর স্টেট জেনারেল হাসপাতালে নিয়ে যায়। যদিও চিকিৎসকরা তাঁকে মৃত বলে ঘোষণা করেন।
যদিও কী কারণে অত্মহত্যা তা এখনও স্পষ্ট নয় পুলিশের কাছে। পরিবার বা আবাসনের তরফে এখনও কোনও অভিযোগ দায়ের করা হয়নি।