কাশীপুরকাণ্ডের পর ২৪ ঘন্টা কাটতে না কাটতেই আবার বিজেপি কর্মীর দেহ উদ্ধার ঘিরে চাঞ্চল্য খেজুরিতে। বাড়ি থেকে কিছুটা দূরে উদ্ধার হয় দেবাশিস মান্নার ঝুলন্ত দেহ৷ তিনি এলাকার সক্রিয় বিজেপি কর্মী হিসেবেই পরিচিত৷ খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে দেহ উদ্ধার করে। কাঁথি মহকুমা হাসপাতালে দেহ ময়নাতদন্তে পাঠানো হয়েছে। স্বাভাবিকভাবেই বিজেপি কর্মীর রহস্যমৃত্যু ঘিরে তীব্র রাজনৈতিক চাপানউতোর শুরু হয়েছে।
জানা গেছে, মৃত ওই বিজেপি কর্মী খেজুরি থানার বালিচক গ্রামের বাসিন্দা। শনিবার সকালে পূর্ব মেদিনীপুরের খেজুরির বাঁশগোড়া বাজার সংলগ্ন এলাকায় একটি গাছ থেকে তাঁর দেহ ঝুলতে দেখা যায়। মৃতের বাবা মুক্তিপদ মান্না সক্রিয় বিজেপি নেতা হিসেবে পরিচিত। স্বাভাবিকভাবে এই খুনের পিছনে রাজনৈতিক কারণ দেখছে গেরুয়া শিবির। প্রকৃত তদন্তের দাবিতে সরব হয়েছেন বিজেপি নেতৃত্ব।
তবে অন্য সূত্রের মতে, ওই যুবক কলকাতার একটি বেসরকারি সংস্থার কর্মী। গত কয়েকদিন আগে বাড়ি ফেরেন তিনি। নিজের অ্যাকাউন্ট থেকে ১০ হাজার টাকা তোলেন দেবাশিস৷ বাড়িতে ৬ হাজার টাকা দেন। নিজের হাত খরচের জন্য রাখেন ৪ হাজার টাকা। কলকাতা থেকে কাজ ছেড়ে আসার জন্য ছেলেকে বকাবকিও শুরু করে তাঁর পরিবার। পারিবারিক অশান্তিতে ওই বিজেপি আত্মঘাতী হয়েছেন বলে দাবি পুলিশের।
স্থানীয় বিজেপি নেতৃত্ব নিরপেক্ষ তদন্তের দাবিতে সোচ্চার হলেও এই ঘটনায় রাজনীতির রং লাগাতে নারাজ তৃণমূল। তাঁদের মতে, বিজেপি অহেতুক এসব নিয়ে রাজনীতি করছে।