বালিগঞ্জে এক ব্যাঙ্ক আধিকারিকের স্ত্রীর ঝুলন্ত দেহ উদ্ধার করল পুলিশ। বৃহস্পতিবার সকালে ঘটনাটি ঘটে বালিগঞ্জের ডোভার পার্ক এলাকায়। ঘটনার সময় বাড়িতেই ছিলেন ওই মহিলার স্বামী ও তাঁর দুই সন্তান।
জানা গিয়েছে, ব্যাঙ্কের কোয়ার্টারেই পরিবারের সঙ্গে থাকতেন ওই মহিলা। পুলিশের প্রাথমি অনুমাণ সবাই যখন ঘুমিয়েছিল তখনই ওই মহিলা আত্মহত্যা করেন। যদিও কেন আত্মহত্যা করলেন সেবিষয়ে এখনও নিশ্চিত ভাবে কিছু জানা যায়নি। ঘটনার তদন্ত শুরু হয়েছে।
এদিকে বুধবার গড়িয়া স্টেশন এলাকার একটি বাড়ি থেকে এক যুবক ও তাঁর বাবা-মায়ের ঝুলন্ত দেহ উদ্ধার হয়। মৃত যুবকের একটি ফেসবুক পোস্ট থেকে অনুমাণ করা গেছে, সম্ভবত একাধিক মানসিক ও আর্থিক সমস্যায় ভুগছিলেন তাঁরা। এবং সেকারণেই আত্মহত্যার সিদ্ধান্ত নেন তাঁরা।