প্রায় ১০ দিন নিখোঁজ থাকার পর পচা গলা দেহ উদ্ধার হল এক বৃদ্ধের। ঘটনাটি কলকাতার নেতাজি নগর থানার শ্রীকলোনি এলাকার। ওই বৃদ্ধের নাম বিপ্লব কুমার পাল। বাড়ির পাশের একটি পরিত্যক্ত দোকান থেকে দেহ উদ্ধার করে পুলিশ।
পরিবার সূত্রে জানা গিয়েছে, বেশ কয়েকদিন ধরে নিখোঁজ ছিলেন বিপ্লব কমার পাল। পরিবার, বন্ধু সহ একাধিক জায়গায় খোঁজখবর নিতে শুরু করেন পরিবারের সদস্যরা। এমনকি নিখোঁজ পোস্টারও দেওয়া হয়। কিন্তু তাতেও কোনও কাজ না হওয়ায় অবশেষে পুলিশের দ্বারস্থ হন তাঁরা। অবশেষে বাড়ির পাশ থেকেই উদ্ধার হয় দেহ।
Read More- মণিপুরের মহিলাদের বিবস্ত্র করে ঘোরানোর ঘটনায় গ্রেফতার আরও ১, ষষ্ঠ অভিযুক্ত নাবালক
প্রতিবেশীরা জানিয়েছেন, শনিবার ওই দোকান থেকে হঠাৎ দুর্গন্ধ ছড়াতে শুরু করে। খবর দেওয়া হয় নেতাজিনগর থানায়। পুলিশ ভিতরে ঢুকতেই দেহ দেখতে পায়। কিন্তু কী করে বৃদ্ধ সেখানে গেলেন তা নিয়ে তৈরি হয়েছে রহস্য। আত্মহত্যা নাকি এর পিথনে অন্য কোনও ঘটনা রয়েছে তা খতিয়ে দেখা হচ্ছে। ইতিমধ্যে দেহ ময়না তদন্তের জন্য পাঠানো হয়েছে।