উচ্চ মাধ্যমিক পরীক্ষায় পাশ করানোর দাবিতে যশোর রোড অবরোধ(Blockade at Jessore road) একদল পড়ুয়ার। শুধু তাই নয়, পাশ না করালে আত্মহত্যা ও অনশনের হুমকি দেন বনগাঁ কুমুদিনী গার্লস হাই স্কুলের(Kumudini Girl's High School) ওই পড়ুয়ারা। পরীক্ষায় অকৃতকার্য হলেও পড়ুয়াদের দাবি, তাঁদের সকলকে পাশ করিয়ে দিতে হবে। দাবি না মানলে রাস্তাতেই অনশন আন্দোলনের হুমকিও দেন তারা।
জানা গিয়েছে, বনগাঁ কুমুদিনী গার্লস হাই স্কুলের মোট ২৭৯ জন ছাত্রী এবছর উচ্চ মাধ্যমিক পরীক্ষা দিয়েছিল। পরীক্ষার্থীদের মধ্যে ৩৭ জন ইংরেজি-সহ অন্যান্য বিষয়ে অকৃতকার্য হন। এরপরেই সোমবার সকাল থেকে স্কুলের সামনে যশোর রোড অবরোধ করে বিক্ষোভ(Student's agitation in Bangaon) দেখাতে শুরু করেন তাঁরা। তাঁদের দাবি, শিক্ষাবর্ষের মাঝেই পাঠ্যক্রমে নানা পরিবর্তন করা হয়। কখনও অনলাইন, কখনও বা অফলাইনে পরীক্ষা দিতে বলা হয় তাঁদের। এর জেরে তাঁরা সমস্যায় পড়েছিলেন। তাঁদের পাশ না করালে অবরোধ তুলবেন না এবং অনশন ও আত্মহত্যারও হুমকি দেন। যদিও পরে পুলিশের(Bangaon Police Station) মধ্যস্থতায় অবরোধ উঠে যায়। স্বাভাবিক হয় যশোর রোডে যান চলাচল।
আরও পড়ুন- Summer Vacation: বর্ষার দেখা নেই, আরও ১১ দিন বাড়ল গরমের ছুটি, বিজ্ঞপ্তি জারি স্কুল শিক্ষা দফতরের
অন্যদিকে, একই দাবিতে বারাসত(Blockade in Barasat) প্রিয়নাথ বালিকা বিদ্যালয়ের উচ্চ মাধ্যমিক অনুত্তীর্ণ পড়ুয়ারাও যশোর রোডে পথ অবরোধ শামিল হন। ওই স্কুলের ৭০ জন পরীক্ষার্থীর মধ্যে ৪০ জন অনুর্ত্তীর্ণ হয়েছেন। আন্দোলনকারীদের দাবি, তাঁদের ইচ্ছাকৃতভাবে ফেল করানো হয়েছে।