বৃহস্পতিবার রাজ্যে পুলিশ দিবস (WB Police Day 2022)। তার আগে নবান্নে সাংবাদিক বৈঠক করে বড় ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (CM Mamata Banerjee)। বুধবার বিকেলে তিনি জানান, রাজ্যে পুলিশ কনস্টেবল নিয়োগে (WB Police Constable Recruitment) বয়সের ঊর্ধ্বসীমা ছিল ২৭ বছর। তা থেকে বাড়িয়ে ৩০ বছর করার সিদ্ধান্ত নিয়েছে রাজ্য। কর্তব্যরত অবস্থায় পুলিশকর্মীর মৃত্যুতে পরিবারের কেউ চাকরি পেলে, সেই ক্ষেত্রে শারীরিক মাপকাঠির উপর বিশেষ ছাড়ও দেওয়া হবে।
মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, "পুলিশ কনস্টেবলের নিয়োগের বয়সের ঊর্ধ্বসীমা ছিল ২৭ বছর। বর্তমানে সেটাকে আমরা বাড়িয়ে ৩০ বছর করলাম। যেহেতু তাদের ট্রেনিং নিতে হয়, অনেককিছু করতে হয়, সেই জন্য অনেকদিন ধরে তাঁদের একটা ডিমান্ড ছিল, এটা যাতে একটু বাড়ানো হয়। সে জন্য তাদের বয়সটা ২৭ থেকে বাড়িয়ে ৩০ করলাম।"
আরও পড়ুন: হাওড়া পুরনিগম বিল নিয়ে ফের বিল পাশ করাবে রাজ্য, বিধানসভায় বসছে অধিবেশন
এদিকে পুলিশ পরিবারে ক্ষতিপূরণ বাবদ চাকরির ক্ষেত্রেও ছাড় দেবে রাজ্য। বুধবার নবান্ন থেকে ঘোষণা মুখ্যমন্ত্রীর। তিনি বলেন, "কমপেনশনেট অ্যাপয়েন্টমেন্টের ক্ষেত্রে, অনেক সময় কী হয়, ধরুন কর্তব্যরত অবস্থায় মারা গেল কোনও কর্মী। তাঁর বাড়িতে কেউ চাকরি করার কেউ আছেন। কখনও পুলিশে চাকরির জন্য যা লাগে, শারীরিক মাপ। নানারকম ওদের পদ্ধতি আছে। কিন্তু এই নিয়োগের ক্ষেত্রে, যদি কেউ মারা যায় কাজ করতে করতে, তাদের এই ক্যাটাগরির মধ্যে নিয়ে এসে রিলাক্সেশন দেওয়া হবে। অর্থাৎ, সে ৫ ফুট না ৬ ফুট, সেই অনুযায়ী কাজ দেবে। সেই সুযোগটা পেলে অনেক পরিবার বেঁচে যাবে।"