সল্টলেকে স্কুল সার্ভিস কমিশন (SSC) ভবনে যাওয়ার আগেই উচ্চ প্রাথমিকের চাকরিপ্রার্থীদের (Upper Primary Agitation) আটকে দিল পুলিশ । চাকরিপ্রার্থীদের একাংশ সেক্টর ফাইভে (Saltlake Agitation) পৌঁছনোর আগেই তাঁদের আটকে দেওয়া হয় বলে অভিযোগ । সেখান থেকে তাঁদের পাঁজাকোলা করে গাড়িতে তোলে পুলিশ । তাঁদের উপর লাঠিচার্জও করা হয়েছে বলে অভিযোগ ওই চাকরি প্রার্থীদের । ঘটনাকে কেন্দ্র করে ধুন্ধুমার পরিস্থিতি তৈরি হয় ।
জানা গিয়েছে, এদিন এসএসসি ভবনে যাওয়ার কর্মসূচি ছিল চাকরিপ্রার্থীদের একাংশের । তাঁদের দাবি, দীর্ঘদিন উচ্চ প্রাথমিকে কোনও নিয়োগ হয়নি । তাই, দ্রুত নিয়োগের দাবিতে এদিন এই কর্মসূচির আয়োজন করেছিলেন তাঁরা । স্কুল সার্ভিস কমিশনের বিরুদ্ধে গাফিলতির অভিযোগ তুলে সরব চাকরিপ্রার্থীরা মেধাতালিকা প্রকাশ করে দ্রুত নিয়োগের দাবি জানিয়েছেন । এদিন, ক্ষোভ উগরে দিয়ে চাকরিপ্রার্থীরা বলেন, “ফিফা ২০০৮ থেকে ২০২২ সাল পর্যন্ত ৩টি বিশ্বকাপ ফুটবল আয়োজন করে ফেললেও, কমিশন এখনও পর্যন্ত একটা স্বচ্ছ নিয়োগ করতে পারল না।”
আরও পড়ুন, Calcutta High Court on SSC: গ্রুপ-সি র কাউন্সেলিংয়ে বাধা নেই, জানিয়ে দিল হাইকোর্ট
২০১৫ সালের ১৬ অগস্ট আপার প্রাইমারিতে প্রায় ১৪ হাজার ৩৩৯টি শূন্যপদের জন্য পরীক্ষা হয়েছিল । ফল প্রকাশের পর ইন্টারভিউ হয়েছে চাকরিপ্রার্থীদের । কিন্তু, এসএসসি চূড়ান্ত মেধাতালিকা প্রকাশ করেনি বলে অভিযোগ । মেধাতালিকা প্রকাশের দাবিতে আদালতের দ্বারস্থ হয়েছিলেন চাকরিপ্রার্থীরা । গত বছরই কলকাতা হাইকোর্ট মেধাতালিকা প্রকাশের নির্দেশ দেয় । কিন্তু তাতেও কোনও কাজ হয়নি বলে অভিযোগ ।