বৃহস্পতিবার চাকরিপ্রার্থীদের বিক্ষোভে ধুন্ধুমার পরিস্থিতি সল্টলেকে (Saltlake) । এদিন সকাল থেকেই চাকরির দাবিতে আচার্য সদনের সামনে বিক্ষোভ দেখাতে শুরু করেন উচ্চ প্রাথমিক চাকরিপ্রার্থীরা (SSC Protest) । পুলিশ সেখানে পৌঁছতেই উত্তপ্ত হয়ে ওঠে পরিস্থিতি । বিক্ষোভকারীদের সঙ্গে ধস্তাধস্তি হয় পুলিশের । পরে বিক্ষোভকারীদের টেনে হিঁচড়ে ঘটনাস্থল থেকে সরিয়ে নিয়ে যায় পুলিশ ।
জানা গিয়েছে, দ্রুত নিয়োগের (Recruitment) দাবিতে সল্টলেকে আচার্য সদনের সামনে সকাল থেকে বিক্ষোভ দেখাতে শুরু করেন উচ্চপ্রাথমিকের চাকরিপ্রার্থীরা । কমিশনের চেয়ারম্যানের সঙ্গে দেখা করার দাবি জানান তাঁরা । অভিযোগ, গেট ভেঙে ভিতরে ঢোকার চেষ্টা করেন চাকরিপ্রার্থীরা। নিরাপত্তা রক্ষীরা তাঁদের আটকে দেন। এরপর সেখানেই জামা খুলে গেঞ্জি পরে প্রতিবাদে রাস্তায় বসে পড়েন তাঁরা ।
আরও পড়ুন, Hooghly News : গিনিপিগ বা ইঁদুর নয়, মলি মাছ ব্যবহার করে তৈরি গর্ভপাতের ওষুধ, আবিষ্কার বাঙালি গবেষকের
ঘটনাস্থলে উপস্থিত হয় বিধাননগর পুলিশের বাহিনী । বিক্ষোভকারীদের সরাতে গেলে পুলিশের সঙ্গে তাঁদের ধস্তাধস্তি শুরু হয় । রীতিমতো জোর করে টেনে হিঁচড়ে বিক্ষোভকারীদের ঘটনাস্থল থেকে সরিয়ে নিয়ে যায় পুলিশ ।
বুধবারই প্ল্যাকার্ডে লেখা একগুচ্ছ দাবি দাওয়া নিয়ে এমএলএ হস্টেলের সামনে বিক্ষোভ দেখান SLST চাকরিপ্রার্থীরা । বুধবার রাজ্য অধিবেশনে যোগ দেওয়ার কথা ছিল রাজ্যের মন্ত্রী বিধায়কদের। কিন্তু বাইরের আন্দোলনের চাপে হস্টেলেই আটকে থাকতে হয় তাঁদের।