বুধবার প্রকাশিত হবে উচ্চ প্রাথমিকের প্যানেল। আদালতের নির্দেশ মেনেই এই প্যানেল প্রকাশিত হতে চলেছে। প্যানেল প্রকাশের পর আদালত অনুমতি দিলে প্রার্থীদের কাউন্সেলিংয়ের জন্যও ডাকা হবে।
কমিশন সূত্রে খবর, এই প্যানেলে বিভিন্ন তথ্য উল্লেখ থাকবে। প্রার্থীদের মাধ্যমিক, উচ্চমাধ্যমিক ও একাডেমিক কোয়ালিফিকেশন ও টেটের প্রাপ্ত নম্বরও থাকবে। নাম ও রোল নম্বরের সঙ্গে এই সব তথ্যগুলি উল্লেখ থাকবে
২০১৪ সাল থেকে নিয়োগ প্রক্রিয়া শুরু হয়েছিল। নানা জটিলতায় এতদিন নিয়োগ থমকে ছিল। এই নিয়োগ প্রক্রিয়াকে কেন্দ্র করে একাধিকবার আন্দোলন হয়েছে। অবশেষে প্যানেল প্রকাশিত হতে চলেছে। কমিশনের আধিকারিকরা জানিয়েছেন, পরবর্তী প্রক্রিয়া আদালতের নির্দেশের উপরই নির্ভর করবে। ইতিমধ্যেই বিভিন্ন স্কুলগুলিতে উচ্চ প্রাথমিক স্তরে শূন্যপদ যাচাইকরণের প্রক্রিয়াও শুরু করেছে স্কুল শিক্ষা দফতর।