ফিরল আরজি কর হাসপাতালের ১৪ অগাস্ট রাতের স্মৃতি। আবারও শহরের নামী সরকারি হাসপাতালে দুষ্কৃতীদের তাণ্ডব। এবার এসএসকেএম হাসপাতালে ! হকি স্টিক, উইকেট নিয়ে হাসপাতালে তাণ্ডবের অভিযোগ উঠেছে। রোগীর আত্মীয়দের মারধরের অভিযোগও উঠেছে। ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে হাসপাতাল চত্বরে। আবারও হাসপাতালের নিরাপত্তা নিয়ে প্রশ্ন উঠল। রোগী, রোগীর আত্মীয় পরিজন এবং চিকিৎসকেরা রীতিমতো আতঙ্কে রয়েছেন। ঘটনাস্থলে গিয়েছে পুলিশ।
অভিযোগ, রবিবার সকাল ৮টার পর হাসপাতালে বাইক নিয়ে ঢুকে হকি স্টিক-উইকেট নিয়ে ট্রমা কেয়ার সেন্টারে চিকিৎসাধীন এক রোগীর আত্মীয়কে বেধড়ক মারধর করে একদল দুষ্কৃতী। ঘটনাস্থলে পুলিশ থেকেও হাত গুটিয়ে ছিল বলে অভিযোগ তোলেন একাংশ।
ট্রমা কেয়ার সেন্টারে বাঁকুড়া থেকে আসা এক রোগী চিকিৎসাধীন রয়েছেন। রবিবারই তাঁর ছাড়া পাওয়ার কথা। জানা যাচ্ছে, তাঁর ছেলে সৌরভ মোদক ট্রমা কেয়ার সেন্টারের বাইরে দাঁড়িয়ে ছিলেন। তাঁকেই বেধড়ক মারধর করে হাসপাতাল থেকে বেরিয়ে যান দুষ্কৃতীরা। তাঁদের পরিচয় কী, কী নিয়ে এই গন্ডগোল, এখনও স্পষ্ট নয়। সৌরভের মাথা ফেটে গিয়েছে। ট্রমা কেয়ার সেন্টারেই চিকিৎসা চলছে। আঘাত কতটা গুরুতর, তা পরীক্ষা করে দেখা হচ্ছে।
আরজি কর কাণ্ডের পর থেকে একাধিক দাবিতে পথে নেমেছেন জুনিয়র ডাক্তাররা। নির্যাতিতার বিচার ছাড়াও সরকারি হাসপাতালের নিরাপত্তা বৃদ্ধিও দশ দফার অন্যতম দাবি জুনিয়র ডাক্তারদের। ৫ অক্টোবর থেকে চলা জুনিয়র ডাক্তারদের আমরণ অনশনের অষ্টম দিন চলছে।