যত কাণ্ড সেই বন্দে ভারতেই। বর্ধমানের ভেদিয়া স্টেশনে এবার ট্রেনের পা দানি ভেঙে বিপত্তি। হাওড়া থেকে ছেড়ে নিউ জলপাইগুড়ি যাচ্ছিল বন্দে ভারত এক্সপ্রেস। কার্যত বিকট আওয়াজ করে দাঁড়িয়ে যায় ট্রেনটি। দেখা যায় একাধিক কামরার পা দানি ভেঙে গিয়েছে।
যার জেরে ভেদিয়া স্টেশনে প্রায় এক ঘণ্টা দাঁড়িয়ে থাকে এই ট্রেন। রেল সূত্রে জানা গিয়েছে সাড়ে সাতটা কিছু পরে এই ঘটনা ঘটে। প্রাথমিক ভাবে মনে করা হচ্ছে প্ল্যাটফর্মের সঙ্গে ঘষা লেগেই এই বিপত্তি। সঙ্গে সঙ্গে ঘটনাস্থলে যান রেলের কর্তারা।
জানা গিয়েছে, পা দানি মেরামতির কাজ চলছে। তবে এই ব্যাপারে সরকারি ভাবে কিছু জানায়নি রেল।