নির্ধারিত সময়ের পরও ছাড়ল না বন্দে ভারত এক্সপ্রেস (Vande Bharat Express)। যাত্রীদের একাংশের অভিযোগ, আগেভাগে কোনও ঘোষণা ছাড়াই দেরি করেছে ট্রেন।
শুক্রবার হাওড়া থেকে এনজেপি (Howrah To NJP) স্টেশনে ট্রেন ঢোকে দুপুর ১টা ৩৫ মিনিটে। এনজেপি থেকে ছাড়ার কথা ছিল দুপুর ২টো ৫৫ মিনিটে। কিন্তু নির্ধারিত সময় পেরিয়ে গেলেও ট্রেন না ছাড়ায় যাত্রীদের ক্ষোভ বাড়তে থাকে।
আরও পড়ুন: মাঝ আকাশে প্রস্রাব কাণ্ড, বিমান সংস্থাগুলিকে কড়া নির্দেশিকা ডিজিসিএ-র
সূত্রের খবর, শিলিগুড়িতে ঢোকার আগে বেশ কিছুক্ষণ দাঁড়িয়ে ছিল বন্দে ভারত এক্সপ্রেস। এই নিয়ে উত্তর-পূর্ব রেলের জনসংযোগ আধিকারিক সব্যসাচী দে জানান, তাঁর কাছে দেরি হওয়ার কারণ নিয়ে নির্দিষ্ট কোনও খবর নেই। তিনি জানান, এনজেপি রুটে ইন্টারলকিংয়ের কাজ চলছে। তাই ট্রেন ছাড়তে হয়তো দেরি হচ্ছে।