ট্রায়াল রান শেষ । এবার যাত্রীদের নিয়ে চাকা গড়ানোর অপেক্ষা । রেল সূত্রে খবর, সব ঠিক থাকলে ৩০ ডিসেম্বর থেকে চালু হয়ে যাবে রাজ্যের প্রথম ও দেশের ষষ্ঠ বন্দে ভারত এক্সপ্রেস (Vande Bharat Express) । ওইদিন ট্রেনটি প্রধানমন্ত্রীর (PM Narendra Modi) উদ্বোধনের কথা রয়েছে । সপ্তাহে ছয়দিন চলবে এই ট্রেন । কবে থেকে যাত্রী সওয়ার হতে পারবে দেশের এই দ্রুতগামী ট্রেনে ? ভাড়াই বা কত হবে ? শতাব্দী, রাজধানী এক্সপ্রেসের থেকে আলাদা আর কী সুবিধা থাকছে, আসুন জেনে নেওয়া যাক...
হাওড়া থেকে নিউ জলপাইগুড়ি যাবে বন্দে ভারত এক্সপ্রেস (Vande Bharat Express) । রেলপথে যার দূরত্ব ৫৫৬ কিলোমিটার ।আপ ২২৩০১ বন্দে ভারত এক্সপ্রেস হাওড়া থেকে নিউ জলপাইগুড়ির উদ্দেশে ভোর ৫টা ৫০ মিনিটে ছাড়ার কথা রয়েছে । পৌঁছবে দুপুর ১টা ২০ মিনিটে । অর্থাৎ ৭ ঘণ্টার মধ্যেই পৌঁছে যাবেন নিউ জলপাইগুড়ি । খাতায় কলমে বন্দে ভারত এক্সপ্রেসের গতি ঘণ্টায় সর্বাধিক ১৮০ কিলোমিটার। তবে, তা স্থান বিশেষে ওঠা-নামা করবে । নিউ জলপাইগুড়ি স্টেশন থেকে হাওড়ার উদ্দেশে ট্রেন ছাড়বে দুপুর ২টো ৫০ মিনিটে । হাওড়ায় পৌঁছবে ১০টা ২০ মিনিটে । মাত্র একটা স্টেশন মালদাতেই ট্রেন দাঁড়াবে । ৭ ঘণ্টার যাত্রায় চা, কফির পাশাপাশি খাবার-দাবারের ব্যবস্থাও থাকছে । আপ ট্রেনে সকালের এবং দুপুরের খাবার দেওয়া হবে যাত্রীদের । ডাউন ট্রেনে সন্ধ্যার জলখাবার ও ডিনারের ব্যবস্থা থাকবে । ট্রেনে থাকবে এসি চেয়ার কার ও এগ্কিউটিভ ক্লাস । ভাড়া এখনও চূড়ান্ত হয়নি । রেলের ওয়েবসাইট থেকে পাওয়া তথ্য বলছে, ৫৫১ থেকে ৫৬০ কিলোমিটার পথ যাওয়ার জন্য বন্দে ভারত এক্সপ্রেসের নির্ধারিত ভাড়া এসি চেয়ার কারের জন্য ১,০২৩ টাকা এবং এগ্কিউটিভ ক্লাসের জন্য ২,১১৩ টাকা । চূড়ান্ত ভাড়া দু-একদিনের মধ্যেই জানিয়ে দেওয়া হবে ।
আরও পড়ুন, Thakurpukur Cancer Hospital: ‘ক্যান্সার সাসপেক্টেড’ বৃদ্ধার গর্ভাশয়ে ৪৬ কেজির টিউমার