ফের হামলা বন্দে ভারত এক্সপ্রেসে (Vande Bharat Express)। সূত্রের খবর, শুক্রবার বিকেলে ঢিল ছোঁড়া হয় ডাউন বন্দে ভারত এক্সপ্রেসে। আরপিএফ সূত্রে খবর, ডালখোলা ও তিতলা স্টেশনের মাঝে এই ঘটনা ঘটেছে। ঘটনায় এখনও পর্যন্ত গ্রেফতার করা যায়নি কাউকে।
সূত্রের খবর, বিকেল ৫টা ৫৫ মিনিটে নাগাদ মালদা টাউনে ঢোকে বন্দে ভারত এক্সপ্রেস। সি-৬ কামরার ৭০ ও ৭২ নম্বর সিটের কাছে একটি জানলার কাঁচে চিড় দেখা যায়। এই দৃশ্য দেখেই বোঝা যায়, ঠিক কী হয়েছে। খবর ছড়িয়ে পড়তেই চাঞ্চল্য ছড়ায় যাত্রীদের একাংশে। পরে যদিও জানা যায়, বিকেল সাড়ে ৪টে নাগাদ হামলার কথা রেলকে জানান এক যাত্রী। মালদা স্টেশনে ট্রেন ঢুকতেই তা খতিয়ে দেখে রেল পুলিশ।
আরও পড়ুন: তৃণমূল সাংসদ মালা রায়কে DA নিয়ে প্রশ্ন, ২৪ ঘণ্টার মধ্যেই প্রধান শিক্ষককে শো-কজ
আগেও বন্দে ভারত এক্সপ্রেসে হামলা নিয়ে রাজ্য ও কেন্দ্রের মধ্যে চাপানউতোর শুরু হয়। পাথর ছোড়ার অপরাধে বেশ কয়েকজন আটক করা হয় বিহারের কিষানগঞ্জ থেকে। এবার ফের হামলা হওয়ায় চাঞ্চল্য ছড়িয়েছে। সিসি ক্যামেরার রিপোর্ট দেখে অপরাধীকে খোঁজার চেষ্টা চলছে।