পুজোর আগেই বাংলার ভাগ্য আরও এক বন্দে ভারত। এবার হাওড়া থেকে পাটনা। সম্প্রতি এই ট্রেনের পরীক্ষামূলক দৌড় হয়েছিল। এবার সরকারি ছাড়পত্র পেয়ে গেল। আগামী সোমবার থেকে ছুটবে বাংলার চতুর্থ বন্দে ভারত এক্সপ্রেস।
মঙ্গলবার প্রধানমন্ত্রী দফতর থেকে সবুজ সংকেত দেওয়া হয়েছে পূর্ব রেলকে। জানা গিয়েছে, সোমবার এই ট্রেনের উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী নিজে। এর আগে হাওড়া-নিউজলপাইগুড়ি, হাওড়া-পুরী এবং নিউজলপাইগুড়ি-গুয়াহাটি রুটে শুরু হয়েছিল বন্দে ভারত এক্সপ্রেস।
শুধু হাওড়া পাটনা নয়, সবকিছু ঠিক থাকলে পুজোর আগে আরও সহজ হয়ে যেতে পারে বাঙালি পশ্চিমে ভ্রমণ। কারণ প্রধানমন্ত্রীর দফতর থেকে সবুজ সঙ্কেত এলেই চালু হাওড়া-রাঁচি বন্দে ভারত এক্সপ্রেস।