ভারী বৃষ্টিতে বাঁকুড়ার পত্রসায়রের (Patrasayor) বিভিন্ন এলাকায় জলমগ্ন। নারায়ণপুর, চর গোবিন্দপুর, পাঁচপাড়া সহ একাধিক এলাকায় রাতভোর বৃষ্টি হয়েছে। চাষের জমি জলে থইথই। সময়ে বৃষ্টির অভাবে এবছর ধানের ফলন এমনিতেই কম। বৃহস্পতিবার রাতে ভারী বৃষ্টিতে (Heavy Rain) পত্রসায়রের বিভিন্ন সবজির ক্ষেতও ভেসে গিয়েছে। শীতকালীন সবজিতে ফলন অনেকটাই কমবে বলে দাবি স্থানীয় কৃষক পরিবারগুলির।
রাজ্যে নিম্নচাপের জেরে বৃহস্পতিবার রাত থেকেই ভারী বৃষ্টি শুরু হয়েছে। গত সপ্তাহেও ভারী বৃষ্টি হয়েছে রাজ্যে। সারা রাত সবজির ক্ষেতে জল জমে থাকায় ক্ষতির মুখে একাধিক কৃষক পরিবার। চলতি বছরে বড় ক্ষতির সম্মুখীন হতে হবে তাঁদের। এক প্রবীণ কৃষক সুরেশ চৌধুরী জানালেন, "এই বৃষ্টিতে সবজি প্রায় সবই নষ্ট হয়ে যাবে। এখন কপি ও বিনের চাষ শুরু হয়েছিল। ধান ছাড়া কোনও ফসলই আর থাকবে না।" কৃষক পরিবারের সদস্য রিনা মণ্ডল জানান, "এবার এত বৃষ্টিতে কপি হবে বলে আর আশা নেই। সারারাত জলে ডুবে ছিল ফসল। যা কষ্ট করে লাগিয়েছি, তা পূরণ হবে না।"
আরও পড়ুন: 'কেষ্টা ব্যাটাই চোর', আমুলের জন্মাষ্টমীর শুভেচ্ছায় কীসের ইঙ্গিত?
বর্ষাকালের শুরুতেই শীতকালীন সবজির চাষ শুরু করে দেন কৃষকরা। সেই অনুযায়ী, ফুলকপি, বাধকপি, টমাটো, বিনসের চাষ শুরু হয়ে গিয়েছিল বাঁকুড়ায়। কিন্তু ভারী বৃষ্টিতে সারারাত জমিতে জল জমে থাকায়, সবজির ক্ষেতে ব্যাপক ক্ষতি হয়েছে। কৃষকদের দাবি, এরকম বৃষ্টি হলে ফলন হবে কিনা, তার কোনও গ্যারান্টি নেই।