বেলা বাড়ার সঙ্গে সঙ্গে পাল্লা দিয়ে বাড়ছে নির্বাচনী উত্তাপ। চার পুরসভার ভোট ঘিরে শাসকদল তৃণমূলের (TMC) বিরুদ্ধে অভিযোগের পাহাড় বিরোধীদের। বুথ দখল, দেদারে ছাপ্পা, বিরোধী এজেন্টদের বের করে দেওয়া, বহিরাগতদের এনে তাণ্ডব চালানোর অভিযোগ উঠেছে তৃণমূলের বিরুদ্ধে। রাজ্যের শাসকদলের পাল্টা বক্তব্য, বিরেধীদের পায়ের নিচে জমি নেই, তাই এমন অভিযোগ।
আসানসোল পুরসভা এলাকায় বিজেপি (BJP) নেতা জিতেন্দ্র তেওয়ারিকে গো ব্যাক স্লোগান দেওয়া হয়। বিজেপি বিধায়ক অগ্নিমিত্রা পাল দাবি করেন,তাঁকে গৃহবন্দি করা হয়েছে৷ সল্টলেকে হাতেনাতে ভূয়ো ভোটার ধরেন বিজেপি প্রার্থী। একটি ওয়ার্ডে হাতাহাতিতে জড়ান বিজেপি তৃণমূলের প্রার্থীরা।
আরও পড়ুন: Jitedra Tiwari: আসানসোলে বিক্ষোভের মুখে সস্ত্রীক জিতেন্দ্র তেওয়ারি
শিলিগুড়ির ৬ নম্বর ওয়ার্ডে বহিরাগতরা তাণ্ড চালিয়েছে বলে অভিযোগ। চন্দননগরেও বামকর্মীরা (CPM)আক্রান্ত হয়েছেন বলে দাবি সিপিএমের।