পঞ্চায়েত ভোটের মনোনয়নকে কেন্দ্র করে ফের উত্তপ্ত দক্ষিণ ২৪ পরগনা। ভাঙড়ের পর এবার সংঘর্ষ ক্যানিং। মঙ্গলবার রাত থেকেই উত্তেজনা ছড়িয়েছিল। বুধবার সকালে তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্বে ব্যাট-উইকেট নিয়ে আক্রমণ, পাল্টা আক্রমণে উত্তাল এলাকা। অশান্তি রুখতে নেমেছে পুলিশ। ঘটনাস্থলে ব়্যাফও নেমেছে।
পঞ্চায়েতের মনোনয়ন পেশকে কেন্দ্র করে রাজ্যের বিভিন্ন প্রান্তে অশান্তির খবরও প্রকাশ্যে এসেছে। মনোনয়নের পঞ্চম দিনে হাসপাতাল মোড়ে ক্যানিং-বারুইপুর রোড অবরোধ করে তৃণমূল। সেই অবরোধ তুলে দেয় পুলিশ।
বুধবার সকালে মনোনয়ন পেশকে কেন্দ্র করে উত্তেজনা ছড়ায়। একদলের বিরুদ্ধে অন্য দলের মনোনয়ন পেশ দিতে বাধা দেওয়া হয় বলে অভিযোগ। এরপরই চরমে ওঠে অশান্তি।