পয়গম্বরকে নিয়ে নূপুর শর্মার বিতর্কিত মন্তব্যের(Nupur Sharma on Prophet issue) জেরে বেশ কিছুদিন ধরেই উত্তপ্ত হাওড়ার বিভিন্ন প্রান্ত। এবার সেই আঁচ এসে লাগল মুর্শিদাবাদ এবং নদিয়াতেও। পাশাপাশি, এই ইস্যুতে সোমবার সকালে বারাসতের (agitation in Barasat on prophet issue) কাজিপাড়ার কাছে রেল অবরোধ করে একদল বিক্ষোভকারী। রেললাইনের ওপর আগুন জ্বালিয়ে দেওয়া হয়। যার ফলে আটকে পড়ে শিয়ালদহ-হাসনাবাদ(Sealdah-Hasnabad train route) শাখার আপ ও ডাউন লাইনে ট্রেন চলাচল।
জানা গিয়েছে, মুর্শিদাবাদে উত্তেজনা(agitation in Murshidabad) সৃষ্টির পাশাপাশি নদিয়ার বেথুয়াডহরিতে তাণ্ডব চালায় একদল দুষ্কৃতি। বেথুয়াডহরি স্টেশন, ট্রেন ও এলাকার হাসপাতালের সামনে রবিবার অবাধে চলে ভাঙচুর(Bethuadahari Station)। দু’দফায় অবরোধ করা হয় জাতীয় সড়ক। বাড়ি, দোকান-এটিএমও বাদ যায়নি ভাঙচুরের হাত থেকে। অভিযোগ, তাণ্ডবের সময় পুলিশকে জানিয়েও লাভ হয়নি।
আরও পড়ুন- Uttar Pradesh crime : ফের উত্তরপ্রদেশ, আখ ক্ষেত থেকে উদ্ধার নিখোঁজ যুবতীর খণ্ড-বিখণ্ড দেহ
অন্যদিকে, থমথমে হাওড়ার(Howrah clash Update) বিস্তীর্ণ এলাকায় রবিবার রুটমার্চ করে পুলিশ। বহু সাধারণ মানুষের বাড়ি-দোকান ভেঙে দেওয়ায় সমস্যায় পড়েছেন তাঁরা। রুটি-রুজি হারিয়ে পথে বসেছেন সাধারণ মানুষ। উল্লেখ্য, পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে আগেই গোটা হাওড়া জেলা, মুর্শিদাবাদের বিভিন্ন অংশে ইন্টারনেট পরিষেবা বন্ধ করার নির্দেশ দেয় প্রশাসন।