ধর্মীয় শোভাযাত্রায় পাথর ছোড়ারকে কেন্দ্র করে হিংসা ছড়াল হরিয়ানার নুহ্ (মেওয়াট) জেলায়। সোমবার সকাল থেকে শুরু হওয়া ওই ঘটনায় এক হোমগার্ড-সহ দু’জনের মৃত্যু হয়েছে। ওই হোমগার্ডকে গুলি করে মারার অভিযোগ। ওই ঘটনায় ২৫ জনেরও বেশি গুরুতর আহত হয়েছেন বলে খবর।
পুলিশ সূত্রের খবর, অশান্তি ছড়িয়ে পড়ার পর অবাধে চলে লুটপাট, অগ্নিসংযোগ। প্রাণ বাঁচাতে কয়েক হাজার মানুষ অদূরের গুরুগ্রামের কয়েকটি ধর্মস্থানে আশ্রয় নেন। ঘটনার জেরে এলাকায় ১৪৪ ধারা জারি করা হয়েছে। স্থানীয় স্কুল-কলেজ বন্ধ রাখার নির্দেশ দিয়েছে প্রশাসন।
Maharashtra Accident: ১০০ ফুট ওপর থেকে সেতু নির্মাণের যন্ত্র পড়ে থানেতে মৃত্যু অন্তত ১৪ জনের
প্ররোচনা ঠেকাতে মোবাইল ও ইন্টারনেট পরিষেবা সাময়িক ভাবে বন্ধ রাখা হয়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে এলাকায় রুট মার্চ করেছে সশস্ত্র পুলিশ বাহিনী।