হাঁসখালি কাণ্ডে(Hanskhali Rape Case) নয়া মোড়। ফাঁস হল চাঞ্চল্যকর অডিয়ো ক্লিপ। ঘটনার দিন রাত সাড়ে আটটা নাগাদ কিশোরীকে ধর্ষণ করে তৃণমূল নেতা সমর গোয়ালার ভাগ্নে দীপঙ্কর পোদ্দার। তাঁর সঙ্গে ছিল আরও এক ব্যক্তি। যদিও এই অডিয়ো ক্লিপের সত্যতা যাচাই করেনি Editorji বাংলা। তবে ফোন কথোপকথনে মনে করা হচ্ছে, ফোনের দু’প্রান্তের বক্তাও সেদিন ব্রজগোপালের জন্মদিনের অনুষ্ঠানে আমন্ত্রিত ছিলেন। তাঁদের একজনকে বলতে শোনা যায়, রাত সাড়ে আটটা নাগাদ মেয়েটিকে ধর্ষণ করে দীপঙ্কর। তার সঙ্গে আরও একজন ছিল। পরে মেয়েটির মায়ের কাছে তাকে দিয়ে আসা হয়।
এর পাশাপাশি, এই ঘটনার পরেই শুরু হয় রাজনৈতিক চাপানউতোর। সোমবারেই এলাকায় যান বিজেপি এবং বাম প্রতিনিধি দল। ঘটনার নিরপেক্ষ তদন্তের দাবি জানিয়ে হাঁসখালিতে মিছিল করে বামেরা। এরপর মঙ্গলবার হাঁসখালি কাণ্ডে সত্যসন্ধানী কমিটি(Fact Finding Committee) তৈরি করল বিজেপি(BJP)। কমিটির পাঁচ সদস্য ঘটনাস্থল পরিদর্শন করে দ্রুত রিপোর্ট দেবে দিল্লি বিজেপি(BJP)। কমিটিতে রয়েছেন পাঁচ বিজেপি নেত্রী।
আরও পড়ুন- Hanskhali Rape Case: হাঁসখালি ধর্ষণ মামলার তদন্ত করবে CBI, নির্দেশ কলকাতা হাই কোর্টের
প্রসঙ্গত উল্লেখ্য, হাঁসখালি কাণ্ডে(Hanshkhali rape) সিবিআই তদন্তের নির্দেশ দিয়েছে কলকাতা হাইকোর্ট। আগামী ২ মে'র মধ্যে এই মামলা সংক্রান্ত প্রাথমিক রিপোর্ট আদালতে জমা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থাকে। মঙ্গলবার হাইকোর্টের(Calcutta High Court) প্রধান বিচারপতি প্রকাশ শ্রীবাস্তবের ডিভিশন বেঞ্চের নির্দেশ, আদালতের নজরদারিতে এই মামলার তদন্ত হবে। মঙ্গলবার হাই কোর্টের বিচারপতি প্রকাশ শ্রীবাস্তব এবং বিচারপতি রাজর্ষি বন্দ্যোপাধ্যায়ের ডিভিশন বেঞ্চ এই মামলার শুনানি হয়।