সোমবার এসএসকেএম হাসপাতাল ক্লিনচিট দিলেও মঙ্গলবার অনুব্রত মণ্ডলের বাড়িতে আসে বোলপুর মহকুমা হাসপাতালের চিকিৎসকের একটি দল। বোলপুরের চিকিৎসকরা জানান, পাইলসের সমস্যা বেড়েছে অনুব্রতর। কিন্তু মাত্র ২৪ ঘণ্টায় এতটা পরিবর্তন!
বোলপুরের চিকিৎসক চন্দ্রনাথ অধিকারী মঙ্গলবার অনুব্রতকে দেখতে যান। তার আগে বোলপুর মহকুমা হাসপাতালের সুপার বুদ্ধদেব মুর্মুর সঙ্গে কথোপকথন হয় চিকিৎসক চন্দ্রনাথের। ভাইরাল ওই অডিয়ো ক্লিপে শোনা যায়, সুপারই ওই চিকিৎসককে নির্দেশ দেন, সাদা কাগজে প্রেসক্রিপশন লিখে দিন।
আরও পড়ুন: শ্লীলতাহানির অভিযোগে বসেছিল সালিশি সভা, প্রকাশ্যে গুলি চালাল অভিযুক্ত, গুলিবিদ্ধ কিশোর
চিকিৎসক চন্দ্রনাথ জানান, "আমাকে সুপার যা বলেছে, আমি তাই করেছি।" চিকিৎসক চন্দ্রনাথ জানান, তিনি পেসক্রিপশনে বেডরেস্টের উল্লেখ করেননি। কিন্তু সাদা কাগজে লিখেছেন, বিশ্রাম প্রয়োজন। তিনি জানান, হাসপাতালের সুপারকে তাঁর নামে কোনও কাগজ ইস্যু করানোর অনুরোধও করেন তিনি। কিন্তু সুপার জানান, কোনও কাগজের প্রয়োজন নেই। সাদা কাগজেই পেসক্রিপশন লিখে দেওয়ার কথা বলেন তিনি।