সরকারি বিদ্যালয়ে(Govt. Primary School) নেই পর্যাপ্ত শিক্ষক, যারাও আছেন অনেকে নিয়মিত আসেন না বিদ্যালয়ে। তাই ক্লাস চালাতে হাতে চক-ডাস্টার ধরেছেন মিড-ডে মিলের রাঁধুনি। এই ঘটনা মালদার(Malda News) হরিশচন্দ্রপুর ভজমোহন নিম্ন বুনিয়াদী প্রাথমিক বিদ্যালয়ের। মঙ্গলবার শিক্ষক না থাকায় শিক্ষকের ভূমিকায় দেখা গেল বিদ্যালয়ের মিড-ডে-মিল রাঁধুনি সান্তনা দাসকে। তবে পর্যাপ্ত শিক্ষক না থাকার বিষয়টি স্বীকার করে নিয়েছেন বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক অশোক দাস। অবিলম্বে গোটা ঘটনাটি উর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানোর আশ্বাস দেন তিনি। আর এই ঘটনা নিয়ে শুরু হয়েছে তৃণমূল-বিজেপি(TMC-BJP Mock Fight) তরজা।
আরও পড়ুন- Manab Mukherjee Dies: প্রয়াত প্রাক্তন মন্ত্রী তথা সিপিআইএম নেতা মানব মুখোপাধ্যায়, বুধবার হবে দেহদান
ঘটনাটি খতিয়ে দেখার আশ্বাস দেন হরিশচন্দ্রপুরের তৃণমূল চেয়ারম্যান(TMC Chairman) সঞ্জীব গুপ্তা। পাশাপাশি প্রশাসনের সঙ্গেও কথা বলা হবে বলেও জানান তিনি। তবে বাম আমলে শেষ হতে বসা শিক্ষাব্যবস্থা যে তৃণমূল জমানায় নয়া রূপে বিকশিত হচ্ছে, সেকথাও জানাতে ভোলেননি এই তৃণমূল নেতা(TMC Leader)।
অন্যদিকে, বিজেপি নেতা(BJP Leader) কিষাণ কেডিয়া বলেন, শিক্ষক নিয়োগে দুর্নীতির জেরে সরকার পর্যাপ্ত শিক্ষক নিয়োগ করতে পারছে না। ফলে বিদ্যালয়গুলির এই বেহাল দশার সৃষ্টি হয়েছে। তাঁর অভিযোগ, তৃণমূল সরকার(TMC Govt.) রাজ্যের শিক্ষাব্যবস্থাকে একেবারে শেষ করে দিয়েছে।