মৃত্যুর ৪৮ ঘণ্টা পর সিবিআই তদন্ত (CBI Probe) নিয়ে মনবদল করলেন ময়নাগুড়ির নির্যাতিতার বাবা (Maynaguri Victim Father)। সোমবার ১২ দিনের লড়াইয়ের পর উত্তরবঙ্গ মেডিকেল কলেজ ও হাসপাতালে (North Bengal Medical College and Hospital) মৃত্যু হয় নির্যাতিতার। বুধবার নির্যাতিতার বাবা জানান, পুলিশি তদন্তেই তিনি খুশি। সিবিআই তদন্ত আর চান না তিনি।
ময়নাগুড়ি কাণ্ডের তদন্তে নেমে চার অভিযুক্তকে গ্রেফতার করে পুলিশ। অভিযোগ দায়ের হওয়ার পর প্রথমেই দুজনকে গ্রেফতার করে পুলিশ। পরে গ্রেফতার করা হয় আরও দুজনকে। মেয়ের মৃত্যুর সিবিআই তদন্তের দাবি জানায় ময়নাগুড়ির নির্যাতিতার পরিবার। কিন্তু বুধবার সংবাদমাধ্যমকে তিনি জানান, মেয়ের মৃত্যুশোকে তাঁর মাথার ঠিক ছিল না। তাই পুলিশের তদন্তেই তিনি খুশি।
আরও পড়ুন: রুখতে হবে ভুয়ো এফআইআর, দুর্নীতি বরদাস্ত নয়, পুলিশকে বার্তা মুখ্যমন্ত্রীর
নদিয়ার হাঁসখালির ঘটনায় কলকাতা হাইকোর্ট সিবিআই তদন্তের নির্দেশ দেয়। তারপর থেকে কলকাতা হাই কোর্টে ধর্ষণ নিয়ে একাধিক মামলার আবেদন জমা পড়েছে। এছাড়া চারটি ধর্ষণের ঘটনায় কলকাতা পুলিশের সিনিয়র অফিসার দময়ন্তী সেনকে তদন্তে নজরদারির দায়িত্ব দিয়েছে হাই কোর্ট।