গ্রেগ চ্যাপেলের বিরুদ্ধে এবার বিস্ফোরক অভিযোগ তুললেন বীরেন্দ্র সহবাগ। তাঁকে ভারতীয় দলের অধিনায়ক করার প্রতিশ্রুতি দিয়েছিলেন চ্যাপেল। এমনই তথ্য ফাঁস করলেন তিনি। যদিও তার ঠিক ২ মাসের মধ্যেই দল থেকে বাদ দেওয়া হয়।
সম্প্রতি একটি সাক্ষাৎকারে সহবাগ জানিয়েছেন, ভারতীয় ক্রিকেট দলে যাতে পক্ষপাতিত্ব না হয় তার জন্য গ্রেগ চ্যাপেলকে আনা হয়েছিল। কিন্তু তাঁর অভিযোগ, চ্য়াপেলও একইভাবে পক্ষপাতিত্ব করতেন।
সম্প্রতি সহবাগ আরও জানিয়েছেন, দলের সিনিয়র ক্রিকেটারদের কাছে তিনি জানতে চেয়েছিলেন, জন রাইটের পর কেন ভারতীয় কোনও কোচকে দলের দায়িত্ব দেওয়া হচ্ছে না। জবাবে সিনিয়র ক্রিকেটাররা তাঁকে জানিয়েছিলেন, দেশি কোচের পছন্দের ক্রিকেটার থাকে। কিন্তু বিদেশি কোচরা পক্ষপাতদুষ্ট থাকেন না।
এপ্রসঙ্গে সহবাগের অভিযোগ, গ্রেগ চ্যাপেলকে যখন ভারতীয় দলের কোচের দায়িত্ব দেওয়া হয় সেসময় সহবাককে অধিনায়ক করার প্রতিশ্রুতি দিয়েছিলেন চ্যাপেল। কিন্তু মাত্র ২ মাসের মধ্যেই তাঁকে দল থেকে বাদ দেওয়া হয়।