বদলে যাচ্ছে অন্ধ্রপ্রদেশের রাজধানী৷ মঙ্গলবার একথা জানিয়ে দিলেন খোদ অন্ধ্রপ্রদেশের মুখমন্ত্রী জগনমোহন রেড্ডি। নয়া দিল্লিতে এই অনুষ্ঠানে অংশ নিয়ে তিনি জানিয়েছেন, আগামীদিনে রাজ্যের নতুন রাজধানী হবে বিশাখাপত্তনম (Vishakhapattanam)। অর্থাৎ, হায়দ্রাবাদ (hyderabad) কেবলমাত্র তেলেঙ্গানারই রাজধানী থাকবে। অবিভক্ত অন্ধ্রপ্রদেশ ভেঙে গঠিত হয়েছিল তেলেঙ্গানা। তারপর থেকে দু'টি রাজ্যেরই রাজধানী ছিল নিজামের শহর।
আগামী মার্চ মাসে বিশাখাপত্তনমেই গ্লোবাল ইনভেস্টর সামিট আয়োজন করছে অন্ধ্রপ্রদেশ সরকার। সেই কর্মসূচির প্রস্তুতি হিসেবে দিল্লিতে ‘ইন্টারন্যাশনাল ডিপ্লোমেটিক অ্যালায়েন্স মিট’-এ যোগ দিয়েছেন ওয়াইএসআর কংগ্রেসের নেতা তথা অন্ধ্রপ্রদেশের মুখ্যমন্ত্রী জগনমোহন রেড্ডি। তিনি জানান, বিশাখাপত্তনমেই ৩-৪ মার্চ গ্লোবাল ইনভেস্টরস সামিটের আয়োজন করা হয়েছে। আগামীতে বিশাখাপত্তনমই হবে রাজধানী। তিনি নিজেই বিশাখাপত্তনমেই থাকবেন।
Son-Mother : সংসার ছেড়ে বেরোননি মা, বিদেশ ঘোরালেন ছেলে, নেটদুনিয়ায় ভাইরাল সেই ছবি
২০১৪ সালে অন্ধ্রপ্রদেশের ১০টি জেলা নিয়ে তৈরি হয় তেলেঙ্গানা। কিন্তু সরকারিভাবে অন্ধ্রপ্রদেশের রাজধানীও ছিল হায়দ্রাবাদই শহর। তবে অন্ধ্র সরকার পরিচালিত হত অমরাবতী থেকে। এই শহরেই অন্ধ্র প্রদেশ হাইকোর্ট, বিধানসভা এবং সরকারি সচিবালয় রয়েছে। নতুন রাজধানী বিশাখাপত্তনম আগে পরিচিত ছিল ভাইজাগ নামে। বিশাখাপত্তনমই অন্ধ্র প্রদেশের সবথেকে বড় শহর।