দুয়ারে কড়া নাড়ছে শীত কাল। আর একটু ঠান্ডা পড়লেই আর যেন কিছুতেই ঘরে মন টেকে না বাঙালির। তার উপর শীত মানেই পিকনিকের মরসুম। ইতিমধ্যেই হয়ত মাংস ভাত রেঁধে কয়েক দফা পিকনিক ছাদেই সেরে ফেলেছেন কেউ কেউ। কিন্তু জাঁকিয়ে শীত পড়লে মন চায় দুপুরের মিঠে রোদ গায়ে মেখে, চেনা জায়গা ছেড়ে খানিক দূরে কোথাও যেতে। আজ আপনাদের এমন জায়গার খোঁজ দেব যেখানে সদলবলে আপনারা চলে যেতে পারেন পিকনিক করতে, পাশাপাশি রোজকার ব্যস্ততার মাঝে একটু ঘুরতেও পারবেন।
আরও পড়ুন: উকুনে গিজগিজ করছে মাথা? ঘরোয়া পদ্ধতিতেই তাড়ান চুলের শত্রুদের
হাতে একদিন সময় নিয়ে ঘুরে আসতে পারেন হরিখালি পিকনিক স্পটে। মহিষাদল ব্লকের অন্তর্গত হলদি নদীর তীরে অবস্থিত হরিখালি একদিন বেড়াতে যাওয়ার জন্যেও খাসা। হরিখালি নদীর তীরে এক কালে বসত রাইস মিল ও বাজার । তার ধ্বংসাবশেষ আজও পড়বে চোখে। এছাড়া এলাকার জমিদার বাড়ির কিছু প্রাচীন ঐতিহ্যও আপনি ঘুরে দেখতে পারবেন।
হরিখালির ওয়াচ টাওয়ার থেকে স্পষ্ট দেখা যায় বঙ্গ 'সুন্দরী' সুন্দরবনকে। এই এলাকায় অনেক ধারাবাহিকের শ্যুটিং ও হয়। তাই শীতের দুপুরে সদলবলে মহিষাদল ব্লকের এই পিকনিক স্পটে একটা দিন কাটাতেই পারেন আপনি৷