আজ থেকে শুরু হয়েছে মাধ্যমিক পরীক্ষা। জীবনের প্রথম বড় পরীক্ষায় বসবেন লক্ষ লক্ষ ছাত্রছাত্রী৷ তাঁদের উদ্বেগ যেমন রয়েছে, তেমনই উদ্বেগে রয়েছেন অভিভাবকরাও। যে সব পড়ুয়ারা শারীরিকভাবে অন্য পড়ুয়াদের মতো নন, তাঁরাও বসবেন জীবনের প্রথম বড় পরীক্ষায়। বীরভূমের এমনই তিনজন পরীক্ষার্থীকে সম্বর্ধনা দিলেন পুলিশকর্মীরা।
বীরভূমের জেলা শহর সিউড়ির শ্রী অরবিন্দ ইন্সটিটিউট ফর সাইটলেস থেকে এবার মাধ্যমিক পরীক্ষায় বসছেন তিনজন দৃষ্টিহীন ছাত্র৷ জীবনের বিবিধ প্রতিকূলতা পেরিয়েই তাঁরা বসতে চলেছেন মাধ্যমিক। প্রথম বড় পরীক্ষায় বসার আগে তাঁদের সেই লড়াইকেই কুর্নিশ জানাল পুলিশ।
Madhyamik 2023: কড়া নিরাপত্তায় শুরু মাধ্যমিক, সকাল থেকেই পরীক্ষাকেন্দ্রে তুমুল ব্যস্ততা
বীরভূম জেলা পুলিশের ট্রাফিক বিভাগের পক্ষ থেকে সম্বর্ধনা দেওয়া হল তিনজন দৃষ্টিহীন পরীক্ষার্থীতে। তাঁদের হাতে তুলে দেওয়া হল ফুলের তোড়া, সঙ্গে স্কুলব্যাগ৷ এরপর পুলিশকর্মীরাই তাদের পৌঁছে দিলেন পরীক্ষাকেন্দ্রে।