নোবেলজয়ী অর্থনীতিবিদ অমর্ত্য সেনকে উচ্ছেদের নোটিস বিশ্বভারতী বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। রবিবারই অমর্ত্য সেনের বাড়ি প্রতীচীতে সেই চিঠি গিয়েছে। বলা হয়েছে, আগামী ২৯ মার্চ, অমর্ত্য বা তাঁর কোনও প্রতিনিধি যেন বিশ্বভারতীতে আসেন। 'বিতর্কিত' জমি নিয়ে শুনানি আছে।
বিশ্বভারতীর চিঠিতে ফের দাবি করা হয়েছে, অমর্ত্য সেন ১৩ ডেসিবেল জমি দখল করে রেখেছেন। তাই আইন মেনে তাঁকে কেন ওই জমি থেকে উচ্ছেদ করা হবে না, তা নিয়ে প্রশ্ন রাখা হয়েছে চিঠিতে।
উল্লেখ্য, কিছুদিন আগেই শান্তিনিকেতনে ছিলেন অর্থনীতিবিদ অমর্ত্য সেন। সেই সময়ও চিঠি পাঠান বিশ্বভারতী কর্তৃপক্ষ। নোটিস পাঠিয়ে জানানো হয় ওই জমি ফেরত দিতে হবে। অমর্ত্য সেন পাল্টা বিশ্বভারতীর বিরুদ্ধে আঙুল তোলেন।