বিশ্বভারতীর জমি বিবাদ থামার নাম করছে না। নোবেলজয়ী অর্থনীতিবিদ অমর্ত্য সেনকে ফের চিঠি দিল বিশ্বভারতী কর্তৃপক্ষ। জমি সার্ভে, এবং মাপজোক করার জন্য দু'দিন সময় চাওয়া হয়েছে অমর্ত্য বাবুর থেকে।
উল্লেখ্য দিন কয়েক আগেই, বিশ্বভারতী প্রেস বিবৃতিতে জানায়, "বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ এই জমি দখলের তীব্র নিন্দা জানাচ্ছে। ভবিষ্যতে এই ধরনের পরিস্থিতি এড়াতে ও রেকর্ড অনুযায়ী পদক্ষেপের আবেদন করা হচ্ছে। অনুরোধ করা হচ্ছে অমর্ত্য সেন নিজের এবং বিশ্বভারতীর সুনাম রক্ষার জন্য যা করার দরকার, তাই করবেন।"
বিশ্বভারতীর দাবি অনুযায়ী, ১৯৪৩ সালে অমর্ত্য সেনের বাবা আশুতোষ সেনকে ১.৩৮ একর নয়, ১.২৫ একর জমি লিজ দিয়েছিল বিশ্বভারতী। এই বিষয়ে আগেও দুটি চিঠিতে অমর্ত্য সেনকে জানিয়েছে কর্তৃপক্ষ।