বিশ্বভারতীর সমাবর্তন অনুষ্ঠানের আগেই দেখানো হবে প্রধানমন্ত্রীকে নিয়ে তৈরি বিবিসির তথ্যচিত্র 'ইন্ডিয়া: দ্য মোদী কোয়েশ্চেন'। ২৩ ফেব্রুয়ারি শান্তিনিকেতন আসছেন কেন্দ্রীয় প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং ও কেন্দ্রীয় শিক্ষা প্রতিমন্ত্রী সুভাষ সরকার। প্রধানমন্ত্রী ও গুজরাত দাঙ্গা নিয়ে তৈরি বিতর্কিত তথ্যচিত্র দেখানোর আয়োজন করেছে ছাত্র সংগঠন ডিএসএ।
২৪ ফেব্রুয়ারি বিশ্বভারতীর সমাবর্তন অনবুষ্ঠান। কেন্দ্রীয় মন্ত্রীরা থাকালালীনই এই তথ্যচিত্র প্রদর্শনের খবর চাউর হতেই রাজনৈতিক শোরগোল পড়েছে। বৃহস্পতিবার রতনপল্লীর নিমতলার মাঠে এই তথ্যচিত্র দেখানোর আয়োজন করেছে ডেমোক্রেটিক স্টুডেন্ট অ্যাসোসিয়েশন।
ডিএসএ-র দাবি, এই কর্মসূচি তাঁদের পূর্ব নির্ধারিত। বেশ কিছু কারণে আগে তা বাতিল হয়। ডিএসএ-র মুখপাত্র শুভ নাথ জানান, রাজনাথ সিংয়ের আসার সঙ্গে এই তথ্যচিত্র প্রদর্শনের কোনও সম্পর্ক নেই।