নোবেলজয়ী অর্থনীতিবিদ অমর্ত্য সেনের (Amartya Sen) সঙ্গে জমি নিয়ে বিবাদ। এবার প্রেস বিবৃতি জারি বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়ের (Viswa Bharati)। শান্তিনিকেতনের বাড়ির জমি নিয়ে যে বিবাদ তা নিয়ে অমর্ত্য সেনকে ফের পদক্ষেপের আবেদন করেছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।
বিশ্বভারতী এদিন প্রেস বিবৃতিতে জানিয়েছে, "বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ এই জমি দখলের তীব্র নিন্দা জানাচ্ছে। ভবিষ্যতে এই ধরনের পরিস্থিতি এড়াতে ও রেকর্ড অনুযায়ী পদক্ষেপের আবেদন করা হচ্ছে। অনুরোধ করা হচ্ছে অমর্ত্য সেন নিজের এবং বিশ্বভারতীর সুনাম রক্ষার জন্য যা করার দরকার, তাই করবেন।"
বিশ্বভারতীর দাবি অনুযায়ী, ১৯৪৩ সালে অমর্ত্য সেনের বাবা আশুতোষ সেনকে ১.৩৮ একর নয়, ১.২৫ একর জমি লিজ দিয়েছিল বিশ্বভারতী। এই বিষয়ে আগেও দুটি চিঠিতে অমর্ত্য সেনকে জানিয়েছে কর্তৃপক্ষ।
আরও পড়ুন- অমর্ত্য সেনকে জমি চোর বলে কটাক্ষ দিলীপ ঘোষের, তৃণমূলকেও আক্রমণ, পাল্টা কটাক্ষ তৃণমূলের
বিশ্ববিদ্যালয়ের আরও দাবি, কোথাও ২০০৬ সালের কর্মসমিতির প্রস্তাবে অমর্ত্য সেনকে বিশ্বভারতীর কোনও জমির মালিক হিসেবেই ঘোষণা করা হয়নি। এছাড়াও 'প্রতীচী' বাড়ি প্রকৃত জমি ১.২৫ একর। অর্থাৎ বাকি জমি বিশ্বভারতীর। যা অবৈধভাবে দখল করে রেখেছেন অর্থনীতিবিদ।