পুলিশের জালে বিশ্বভারতীর (Viswa Bharati) ছাত্রী। আর্থিক প্রতারণার দায়ে ঈশিতা শীল নামে ওই ছাত্রীকে গ্রেফতার করে বোলপুর (Bolpur) থানার পুলিশ। অভিযুক্তকে পাঁচদিনের পুলিশি হেফাজতের নির্দেশ দিয়েছে আদালত।
গত ৩ ফেব্রুয়ারি একটি নতুন চিটফান্ড সংস্থার পর্দা ফাঁস হয় বোলপুরে। ওই সংস্থার নাম 'এসএস কনসালটেন্সি'। অভিযোগ ইতিমধ্যেই ওই সংস্থা বাজার থেকে কমপক্ষে ৩০ কোটি টাকা তুলেছে। প্রতারিতদের দায়ের হওয়া অভিযোগের ভিত্তিতে তদন্তে নামে পুলিশ।
গ্রেফতার করা হয় হয় চিটফান্ড সংস্থার কর্ণধার শুভ্রনারায়ণ শীল নামে এক যুবককে। এরপরেই পুলিশ জানতে পারে শুভ্রনারায়ণের সঙ্গে এই প্রতারণার ঘটনায় জড়িত তাঁর বোন ঈশিতা।
আরও পড়ুন - গাড়ি চালানো শিখতে গিয়ে শিশুকে পিষে দিল যুবক, চাঞ্চল্য ময়নাগুড়িতে
ভাইবোন দু'জনেই বাজার থেকে টাকা তুলে দামি গাড়ি, মোবাইল সহ একাধিক বহুমূল্য জিনিস ব্যবহার করতেন। অভিযোগের ভিত্তিতে রবিবার সকালে গুরুপল্লী থেকে অভিযুক্তের বোনকেও গ্রেফতার করে পুলিশ।