অমর্ত্য সেনের (Amartya Sen) বিরুদ্ধে জমি দখলের অভিযোগ তুলেছিল বিশ্বভারতী বিশ্ববিদ্যালয় (Visva-Bharati University) কর্তৃপক্ষ । আবারও সেই অভিযোগের সুর শোনা গেল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য বিদ্যুৎ চক্রবর্তীর (Bidyut Chakraborty) গলায় । এবার অভিযোগের সঙ্গে মিশেছে কটাক্ষের সুর । নাম না করেই অমর্ত্য সেনকে 'রাবীন্দ্রিক' খোঁচা দিলেন বিদ্যুৎ চক্রবর্তী ।
বুধবারের শান্তিনিকেতনের মন্দিরে 'রাবীন্দ্রিক' শব্দের ব্যাখ্যা করতে গিয়ে বিদ্যুৎ চক্রবর্তী জানান, বিশ্বভারতীর সকলকেই রাবীন্দ্রিক বলা হয় । অন্যায় করলেও রাবীন্দ্রিক । জমি কব্জা করলেও রাবীন্দ্রিক। বিশ্বভারতীর উপাচার্যকে গালিগালাজ করলেও রাবীন্দ্রিক । তাঁর কথায়, বিশ্বভারতীতে অনেকেই আছেন অতিশিক্ষিত । আবার অশিক্ষিত মানুষও আছেন । অর্ধশিক্ষিত মানুষ তো আরও বিপজ্জনক । তাঁদের কাছে রাবীন্দ্রিক মানে স্বার্থসিদ্ধির সোপান । শ্লেষ, বাঁকা শব্দে নাম না করেই নোবেলজয়ী অর্থনীতিবিদকে রাবীন্দ্রিক খোঁচা দিয়েছেন উপাচার্য বিদ্যুৎ চক্রবর্তী ।