বসন্ত উৎসবের নামে ‘বসন্ত তাণ্ডব’ করা হত বিশ্বভারতীতে। তাই তাঁরা তা বন্ধ করে দিয়েছেন। বুধবার কবিগুরুর স্মৃতিধন্য বিশ্ববিদ্যালয়ের উপাসনা গৃহে বসে এমনই মন্তব্য করলেন বিশ্বভারতীর উপাচার্য বিদ্যুৎ চক্রবর্তী। পাশাপাশি, তাঁর অভিযোগ, বর্তমানে বিশ্বভারতী অশিক্ষিত এবং অল্পশিক্ষিত ব্যক্তিতে ভরে গিয়েছে। স্বয়ং রবীন্দ্রনাথ ঠাকুর ‘এমন বসন্ত উৎসব’ চাননি বলেও দাবি বিদ্যুৎ চক্রবর্তীর। শুধু তাই নয়, 'বসন্ত তাণ্ডব'-এর পিছনে কিছু 'বুড়ো খোকা'-এর ভূমিকা থাকে বলেও এদিন মন্তব্য করেন বিদ্যুৎ চক্রবর্তী। এর মাধ্যমে উপাচার্য বিশ্ববিদ্যালয়েরই একাংশকে নিশানা করেছেন বলেও অভিযোগ।
কোভিড পরিস্থিতিতে টানা দু’বছর বসন্ত উৎসব বন্ধ ছিল বিশ্বভারতীতে। তারপর ২০২২ সালে বসন্ত উৎসব বন্ধ রাখার নির্দেশ দেয় বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। এবারও বসন্ত উৎসব বন্ধের পক্ষেই সওয়াল বিশ্বভারতী উপাচার্যের। কিন্তু এবার কেন বসন্ত উৎসব বন্ধের কারণ ব্যাখ্যা করতে গিয়ে এই মন্তব্য করে বসেন উপাচার্য বিদ্যুৎ চক্রবর্তী।