শনিবার বালিগঞ্জ ও আসানসোল কেন্দ্রের উপনির্বাচনের ফলঘোষণা (By-Poll Results)। কড়া নিরাপত্তা মোতায়েন করা হয়েছে স্ট্রংরুমের বাইরে। ত্রিস্তরীয় নিরাপত্তাব্যবস্থা রাখা হয়েছে। সঙ্গে আছে সিসি ক্যামেরার নজরদারি (CCTV Survillence)। কেন্দ্রের ২০০ মিটারের মধ্যে ১৪৪ ধারা জারি করা হয়েছে। বালিগঞ্জ নিয়ে চিন্তা না থাকলেও শাসকদলের অন্যতম কাঁটা আসানসোল লোকসভা (Asansol Constituency) কেন্দ্র।
ক্ষমতায় আসার দেড় দশক কাটার পর শিলিগুড়ি হাতে এসেছে তৃণমূলের। রাজ্যে তৃণমূল সরকার ক্ষমতায় আসার পর এখনও আসানসোল লোকসভা কেন্দ্র সেভাবে কব্জা করতে পারেনি ঘাসফুল। ২০১৪ লোকসভা নির্বাচনে দোলা সেনকে হারিয়ে জয়ী হন বাবুল সুপ্রিয়। ২০১৯ সালে বাবুলের বিরুদ্ধে দাঁড়ান মুনমুন সেন। সেবারও হারতে হয় তৃণমূলকে। এবার তৃণমূলের হয়ে ভোটে দাঁড়িয়েছেন শত্রুঘ্ন সিনহা। প্রতিপক্ষ অগ্নিমিত্রা পাল। লড়াইটা সহজ নয় তৃণমূলের। তবে দলের অন্দরের আশা, এবার হয়তো আসানসোলে খাতা খুলবে তৃণমূল।
আরও পড়ুন: নাশকতার আশঙ্কায় হাই অ্যালার্ট জারি জঙ্গলমহলে, বাতিল করা হল পুলিশকর্মীদের ছুটি
এদিকে বালিগঞ্জ বিধানসভা কেন্দ্রে দীর্ঘদিনের অভিজ্ঞ রাজনৈতিক নেতা সুব্রত মুখোপাধ্যায়ের প্রয়াণের পর উপনির্বাচন ঘোষণা করা হয়। আসানসোলের প্রাক্তন সাংসদ বাবুল সুপ্রিয় এই আসনেই দাঁড়িয়েছেন। বিজেপির হয়ে এই আসনে দাঁড়িয়েছেন কেয়া ঘোষ। গত দেড় দশক ধরে এই বালিগঞ্জ আসন তৃণমূলের দখলেই। বাবুল সুপ্রিয়র হয়ে প্রচার করেছেন সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। তাই এই আসনে বাবুল সুপ্রিয়ের নিশ্চিত জয়ই প্রত্যাশা করছে দল।