মঙ্গলবার ত্রিস্তর পঞ্চায়েত নির্বাচনের ফলাফল। সকাল ৮ থেকে শুরু হবে গণনা। তবে যেহেতু ব্যালটের মাধ্যমে নির্বাচন হয়েছে সেকারণে জেলা পরিষদের সম্পূর্ণ ফলাফল পেতে রাত গড়িয়ে বুধের সকালও হতে পারে। ভোট গণনাকে কেন্দ্র করে ইতিমধ্যে যাবতীয় প্রস্তুতি সেরে ফেলেছে রাজ্য নির্বাচন কমিশন।
পিছিয়ে নেই রাজনৈতিক দলগুলিও। নিজেদের মধ্যে চলছে শেষ মুহূর্তের অঙ্ক কষাকষি। গ্রাম বাংলার রায় কার দিকে যাবে সেনিয়ে হিসেব নিকেশ চলছে দলের অন্দরে। তবে প্রকাশ্যে এবিষয়ে মুখ না খুললেও শাসক দলের অনেকেই মনে করছেন, উত্তরবঙ্গে বেশ কিছুটা বেগ পেতে হবে তাদের। অন্যদিকে উত্তরবঙ্গ নিয়ে BJP- আশাবাদী। তাদের ধারণা কোচবিহার, জলপাইগুড়ি এবং দুই দিনাজপুরে যথেষ্ট ভালো ফল করবে গেরুয়া শিবির।
এদিকে এগরায় তৃণমূলের বিরুদ্ধে স্ট্রংরুমের দখলের অভিযোগ তুলে বিক্ষোভ দেখাতে থাকে বিজেপি। সংঘর্, বাঁধে পুলিশ ও বিজেপি কর্মীদের মধ্যে। একপ্রকার রণক্ষেত্রের পরিস্থিতি তৈরি হয়। অন্যদিকে মালদা ও উলুবেরিয়াতে তৃণমূল বিধায়কদের বিরুদ্ধে স্ট্রংরুমে ঢোকার অভিযোগ তুলেছে বিরোধীরা।