কয়লা পাচার কাণ্ডে তৃণমূল সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের স্ত্রী রুজিরা বন্দ্যোপাধ্যায়ের (Rujira Banerjee) বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করল দিল্লি পাতিয়ালা হাউজ কোর্ট। তবে রুজিরার (Rujira Banerjee) বিরুদ্ধে জামিনযোগ্য গ্রেফতারি পরোয়ানা জারি হয়েছে। অর্থাৎ অভিষেক পত্নী আদালতের জামিনের জন্য আবেদন করতে পারবেন।
কয়লা পাচার কাণ্ডে এর আগে অভিষেকের স্ত্রী রুজিরা বন্দ্যোপাধ্যায়কে (Rujira Banerjee) বেশ কয়েকবার নোটিস পাঠিয়েছে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট তথা ইডি। একই সঙ্গে অভিষেক বন্দ্যোপাধ্যায়কেও উপর্যপুরি নোটিস পাঠিয়েছিল কেন্দ্রীয় তদন্ত এজেন্সি। জানা গিয়েছে, ২০ অগস্টের মধ্যে তাঁকে আদালতে হাজিরার নির্দেশ দেওয়া হয়েছে।
অভিষেক একবার জিজ্ঞাসাবাদের জন্য নয়াদিল্লিতে ইডি দফতরে হাজির হয়েছিলেন। কিন্তু রুজিরা নোটিস পাওয়া সত্ত্বেও যাননি। সেই কারণেই ইডি পাতিয়ালা হাউজ কোর্টে মামলা করেছে। তার ভিত্তিতে তাঁকে গ্রেফতারের জন্য অনুমতি দিয়েছে আদালত।
বস্তুত গোড়া থেকে অভিষেক বন্দ্যোপাধ্যায় জানিয়েছেন যে ইডি দফতরে হাজিরা দিতে তাঁর বা তাঁর স্ত্রীর কোনও অসুবিধা নেই। একশ বার ডাকলে একশ বারই তাঁরা যাবেন। কিন্তু রাজনৈতিক উদ্দেশ্য নিয়ে ইডির দিল্লিতে দফতরে তাঁদের তলব করা হচ্ছে।
কলকাতায় তাঁদের বাসভবনের দশ কিলোমিটারের মধ্যে ইডি দফতর রয়েছে, সেখানে ডাকা যেতেই পারত। তা না করে স্রেফ হেনস্তার জন্য দিল্লি ডাকা হচ্ছে।
অভিষেকের কথায়, তাঁদের দুই সন্তান রয়েছে। ছেলে ছোট, তার বয়স মাত্র ২ বছর। তাকে বাড়িতে ছেড়ে কী করে একজন মায়ের পক্ষে বার বার দিল্লিতে যাওয়া সম্ভব?