ফের মেট্রোর কাজে বিপত্তি। বউবাজারে মেট্রোর লাইনে জল ঢুকে যায় বৃহস্পিতবার সকালে। ঘটনাটি ঘটেছে দুর্গাপিতুরি লেনে। ক্রসপ্যাসেজ বানানোর সময়ই এই বিপত্তি বাধে।
জানা গিয়েছে, বউবাজারের দুর্গাপিতুরি লেনে বৃহস্পতিবার সকাল থেকে ক্রস প্যাসেজ তৈরির কাজ চলছিল। সেইসময় টানেলের ভিতর জল ঢুকতে দেখেন নির্মাণকর্মীরা। দ্রুত সেখান থেকে সরে আসেন কর্মীরা। খবর দেওয়া হয় মেট্রোর নির্মাণ সংস্থার পদস্থ আধিকারিকদের।
ঘটনার খবর পেয়ে দ্রুত সেখানে পৌঁছন মেট্রোর ইঞ্জিনিয়ররা। তাঁরা পুরো বিষয়টি খতিয়ে দেখেন। তাঁরা জল বন্ধ করার প্রচেষ্টা করছেন বলে খবর।
স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, মেট্রোর কাজের জন্য গত ৫ সেপ্টেম্বর পর্যন্ত নোটিস দেওয়া হয়েছিল। জানানো হয়েছিল অন্যত্র থাকার জন্য। কিন্তু তার আগেই ২ তারিখই পুরনো ঠিকানায় ফেরানো হয় বাসিন্দাদের।
তাঁদের বক্তব্য, কেন নির্দিষ্ট সময়ের আগেই স্থানীয় বাসিন্দাদের ফেরানো হল? পাশাপাশি তাঁদের দাবি, কাজ শেষ করার পর তাঁদের স্থায়ীভাবে ফিরিয়ে আনা হোক।
এর আগেও একাধিকবার দুর্গা পিতুরি লেনে টানেল তৈরির সময় সমস্যায় পড়ে মেট্রো। পাশের গলি মদন দত্ত লেনে ফাটল চোখে পড়ে। ইস্ট-ওয়েস্ট মেট্রো কর্তৃপক্ষের বিরুদ্ধে ক্ষোভ উগরে দেন স্থানীয় বাসিন্দারা। আতঙ্কে বাড়ি ছেড়ে রাস্তায় নেমে আসেন তাঁরা। ইতিমধ্যে ১০টি বাড়ি ছেড়ে নেমে আসেন বাসিন্দারা। ঘটনাস্থল পরিদর্শন করেন কলকাতার মেয়র ফিরহাদ হাকিম। আসেন বিরোধী দলের নেতারাও।
মেট্রোর ইঞ্জিনিয়ারদের প্রাথমিক অনুমান ছিল, গ্রাউটিংয়ের কাজ করার সময় ক্রস প্যাসেজের সময় জল ঢুকে বিপত্তি হয়। ভোর চারটের সময় জল ঢুকতে শুরু করে। আপ ও ডাউনের টানেলের সংযোহকারী ক্রস প্যাসেজ। বাসিন্দাদের ৫টি হোটেলে স্থানান্তরিত করা হয়।