ডিভিসি-র ছাড়া জলে প্লাবিত হওয়ার সম্ভাবনা হাওড়ার উদয়নারায়ণপুর ও আমতার একাংশ। গত কয়েকদিন ধরে হাওড়া, কলকাতা সহ রাজ্যের বেশ কিছু জেলায় প্রবল বৃষ্টি শুরু হয়েছে। তার জেরেই চিন্তা বেড়েছে প্রশাসন ও স্থানীয়দের।
শুধু এরাজ্য নয়, প্রবল বৃষ্টি হচ্ছে পাশের রাজ্য ঝাড়খন্ডে। সেই কারণে অতিদ্রুত জল ছাড়তে হচ্ছে DVC-কে। দুর্গাপুর ব্যারাজ থেকে ইতিমধ্যে ১ লাখ ৬ হাজার ৪০০ কিউসেক জল ছাড়া হয়েছে। যার দরুন দামোদরের জল বাড়তে শুরু করেছে।
শুধু দামোদর নয়, তার শাখানদী মুণ্ডেশ্বরীতেও বাড়ছে জল। কোটশিমূলের কাছে নদী ভাঙনও শুরু হয়েছে। এই পরিস্থিতি আতঙ্ক গ্রাস করেছে এলাকাবাসীদের মধ্যে।
Read More- বিনামূল্যে রেশন থেকে বাড়ি,'চা সুন্দরী' প্রকল্পে কীভাবে আবেদন করবেন জানুন
স্থানীয় বাসিন্দাদের আশঙ্কা একদিকে বৃষ্টি অন্যদিকে DVC-র জল ছাড়ার কারণে উদয়নারায়ণপুর ও আমতা ২ ব্লক জলমগ্ন হতে পারে। চাষের জমি জলের তলায় চলে যেতে পারে বলেও আশঙ্কা তাঁদের।