ফুঁসছে তিস্তা (Teesta)। আর নদীর ঘোলা জলের তোড়ে সমতলে ভেসে আসছে পোশাক, থালা, বাসন এমনকি একের পর এক মৃত দেহও। বৃহস্পতিবার সকালে বন্যা বিধ্বস্ত মালদহের গজলডোবা (Gajoldoba) থেকে উদ্ধার এক মহিলা-সহ তিন জনের দেহ। পাশাপাশি এদিন ভেসে আসে সেনাকর্মীর ব্যাগ এবং পোশাকও।
গজলডোবা থেকে উদ্ধার হওয়া দেহগুলি কোথা থেকে আসছে তা এখনও জানা যায়নি। দেহগুলির পরিচয় জানার চেষ্টা করছে পুলিশ। অন্যদিকে, জলপাইগুড়ির তিস্তার বিবেকানন্দ পল্লি এলাকায় ভেসে আসে সেনা কর্মীর ব্যাগ এবং পোশাক।
আরও পড়ুন - সিকিম বিপর্যস্ত! উত্তরের তিন জেলাতেও রেড অ্যালার্ট জারি
পোশাকটি উদ্ধার করা সম্ভব হলেও জলের স্রোতের কারণে ব্যাগটি উদ্ধার করা সম্ভব হয়নি। সিকিমের মেঘ ভাঙা বৃষ্টির কারণে খোঁজ মেলেনি ২৩ জন সেনা জওয়ানের। জলে ভেসে আসা পোশাকটি তাঁদের কারও হতে পারে বলেই অনুমান স্থানীয়দের।