নিয়োগের দাবিতে বাংলার মাটির বিক্ষোভ এবার পৌঁছল হিমালয়ের পাহাড় চুড়োয়। এবার হিমালয়ের ১৫ হাজার ফুট উঁচু বরফের রাজ্যেও উচ্চ প্রাথমিকে দ্রুত নিয়োগের পোস্টার দেখা গেল।
পশ্চিমবঙ্গ আপার প্রাইমারি চাকরিপ্রার্থী মঞ্চের স্মিথ বিশ্বাস দু'বার ইন্টারভিউ দিয়ে ফেলেছেন। তবুও চাকরি পাননি। স্মিথ সম্প্রতি হিমাচল প্রদেশে ট্রেকিং করতে গিয়েছিলেন। এমনকি বুরান ঘাঁটির শীর্ষেও ওঠেন। আর সেখানেই এই প্রতীকী প্রতিবাদ চলে।
স্মিথের কথা, কলেজ থেকেই ট্রেকিং করতে ভালবাসেন তিনি। আট বছর ধরে হাত খরচ জমিয়ে পাহাড়ে গিয়েছেন তিনি। আবহাওয়া খারাপ থাকায় উপরে উঠতে সমস্যায় পড়েন।
সেই সময় তাঁর মনে হয়, দিনের পর দিন কষ্ট সহ্য করে গান্ধীমূর্তির পাদদেশে বসে আছেন তাঁরা। সেটা পারলে এই পাহাড়ও জয় করতে পারবেন। আর এই পাহাড় জয়ের পরেই স্মিথ নিজের চাকরি না পাওয়ার যন্ত্রণার দাবি তুলে ধরেন ১৫ হাজার ফুট উচুতে।